আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে এএফসি অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপ। আন্তঃমহাদেশীয় এই যুব ফুটবল টুর্নামেন্টে এবারের আয়োজক থাইল্যান্ড। ১৬ দলের এই টুর্নামেন্টের গ্রুপ বিভাজন অনুষ্ঠিত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার সেই খবর প্রকাশ করেছে এএফসি। গ্রুপ পর্যায়ে ভারতের সামনে রয়েছে কঠিন প্রতিপক্ষ। গতবারের চ্যাম্পিয়ন জাপান রয়েছে ভারতের গ্রুপেই।
তিন বছর পর ফের আসর বসছে অনুর্ধ্ব-১৭ এশিয়ান কাপের। গতবার করোনার কারণে শেষ আসর পরিত্যক্ত হয়েছিল। এবার ১৫ জুন থেকে এই টুর্নামেন্টের ১৯-তম সংস্করণ আয়োজিত হবে ইংল্যান্ডে। ফাইনাল ম্যাচ হবে ২ জুলাই।
ভারত রয়েছে গ্রুপ-ডি'তে। জাপান ছাড়াও এই গ্রুপে রয়েছে ভিয়েতনাম ও উজবেকিস্তান। এই নিয়ে মোট ১২ তম বার এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভারত। ভারতীয় যুবদের এই টুর্নামেন্টে সাফল্য বলতে দু'বার শেষ আটের যোগ্যতা অর্জন করা। এর বেশি কিছু করে দেখানো যায়নি। এবার গ্রুপ পর্বেই ভারতের সামনে কঠিন প্রতিপক্ষ। যা দেখে মনে হচ্ছে লড়াই সহজ হবে না টিম ইন্ডিয়ার ভবিষ্যতদের।
গ্রুপ বিভাজন -
গ্রুপ - এ : থাইল্যান্ড, ইয়েমেন, মালয়েশিয়া, লাওস
গ্রুপ - বি : কোরিয়া রিপাবলিক, ইরান, আফগানিস্তান, কাতার
গ্রুপ - সি : তাজিকিস্তান, অস্ট্রেলিয়া, সৌদি আরব, চীন
গ্রুপ - ডি : ভারত, জাপান, ভিয়েতনাম, উজবেকিস্তান।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন