গৌতম গম্ভীরের সাথে বিতর্কে জড়িয়ে আরও বিপাকে পড়লেন পেসার শ্রীসন্থ। লেজেন্ডস লিগ ক্রিকেটের তরফ থেকে শ্রীসন্থকে আইনি নোটিশও দেওয়া হয়েছে। যেখানে তাঁর বিরুদ্ধে টুর্নামেন্টের নিয়মভঙ্গের অভিযোগ করা হয়েছে।
ঘটনার সূত্রপাত ৬ ডিসেম্বর অর্থাৎ বুধবার। ওই দিন 'লেজেন্ডস লিগ ক্রিকেটে'র এলিমিনেটর রাউন্ডে মুখোমুখি হয়েছিল ইন্ডিয়া ক্যাপিটালস এবং গুজরাট জায়ান্টস। মাঠের মধ্যেই গৌতম এবং শ্রীসন্থকে বিতর্কে জড়াতে দেখা যায়। আম্পায়ার এসে পরিস্থিতি সামাল দেয়। বিষয়টি এতটাই গুরুতর হয়ে ওঠে যে, টুর্নামেন্ট কর্তৃপক্ষের তরফ থেকে আইনি নোটিশ পাঠানো হয় শ্রীসন্থকে।
নোটিশে বলা হয়েছে, শ্রীসন্থ টি-২০ টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেছেন। তাঁর সাথে বিষয়টি নিয়ে দ্রুত আলোচনায় বসা হবে। কিন্তু তাঁর আগে সোশ্যাল মিডিয়ায় যেসব ভিডিওতে ক্রিকেটারদের সমালোচনা করেছেন সেগুলি মুছে ফেলতে হবে।
ম্যাচের মধ্যে গৌতম গম্ভীরের সাথে ঝামেলার কারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভিডিও শেয়ার করেছিলেন শ্রীসন্থ। সেখানে তিনি অভিযোগ করেন, "আমি প্রথমে কিছুই বলিনি। কিন্তু গম্ভীর অনবরত আমার উদ্দেশ্যে 'ফিক্সার' বলে কটূক্তি করতে থাকেন। আম্পায়ার থেমে যেতে বলার পরেও কমপক্ষে ৭-৮ বার 'ফিক্সার ফিক্সার' বলেছেন"।
সম্ভবত শ্রীসন্থের এই ভিডিওটিই মুছে ফেলার নির্দেশ দিয়েছেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ। সূত্রের খবর, ম্যাচের রিপোর্ট জমা দেন আম্পায়ার। কিন্তু ওই রিপোর্টে কোথাও 'ফিক্সার' শব্দের উল্লেখই নেই।
মাঠের বাইরেও দুই তারকা ক্রিকেটারের বিবাদ চলতে থাকে। ইনস্টাগ্রামে গম্ভীর লিখেছিলেন, 'স্মাইল হোয়েন দ্য ওয়ার্ল্ড ইজ অল অ্যাবাউট অ্যাটেনশন'। ওই লেখার নীচেই তীব্র নিন্দা জানান শ্রীসন্থ। তিনি পাল্টা লেখেন, আপনি এখন একজন জনপ্রতিনিধি। তারপরেও সমস্ত ক্রিকেটারদের সাথে আপনি বচসায় জড়ান। আপনার সমস্যাটা কী? মাঠের মধ্যে আমি হাসি মুখেই সবকিছু দেখছিলাম। কিন্তু আপনি বার বার আমাকে ফিক্সার বলে বিব্রত করছিলেন। আপনি কি সুপ্রিম কোর্টেও থেকেও বড়ো? আপনার কোনো অধিকার নেই আমার সাথে এই ধরণের ব্যবহার করার।"
শ্রীসন্থ আরও লেখেন, 'এতদিন আপনাকে এবং আপনার পরিবারকে আমি সম্মান করতাম। কিন্তু মাঠে যে অসভ্যতা করেছেন আমার ধারণাই বদলে গেছে। আমি নিশ্চিত ভগবান আপনাকে ক্ষমা করবে না'।
সোশ্যাল মিডিয়ায় গম্ভীরকে কটাক্ষ করেন শ্রীসন্থের স্ত্রীও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন