আর মাত্র কয়েকঘন্টার অপেক্ষা, তারপরই জানা যচ্ছে এই বছরের ব্যালন ডি'অর কে পাবেন। অধিকাংশেরই মত ২০২৩ সালের ব্যালন ডি'অর পাবেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বছরের সেরার সেরা ফুটবলারকে এই সম্মান প্রদান করা হয়।
ব্যালন ডি'অর জয়ের দৌড়ে মেসিকে সকলে এগিয়ে রাখলেও এমবাপ্পে এবং হালান্ডের দিকেও নজর দিতে হবে। বিশ্বকাপে হোক বা ক্লাব ফুটবল, ভালো মরশুম গেছে এমবাপ্পেরও। অন্যদিকে শুধুমাত্র ক্লাব ফুটবলে দুরন্ত ফর্মে রয়েছেন হালান্ড। তবে বিগত ১৫ বছর ধরে ব্যালন ডি'অর জেতার দৌড়ে প্রতিদ্বন্দ্বিতা করে আসছেন মেসি। ২০২৩ ব্যালন ডি'অর জিতলে মেসির অষ্টম ব্যালন ডি'অর জেতা হবে। এবছর লিও-র এই পুরস্কার জয়ের অন্যতম কারণ হচ্ছে তিনি নিজের দেশকে বিশ্বকাপ জিতিয়েছেন।
ভারতীয় সময় সোমবার রাত ১টা ১৫ মিনিট থেকে প্যারিসের 'থিয়েটার ডু চ্যাটেলেট'এ ব্যালন ডি'অর প্রদানের অনুষ্ঠান শুরু হবে। সোনি লিভ অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে এবং সোনি স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে এই প্রোগ্রাম।
উল্লেখ্য, গতবার ব্যালন ডি'অর জিতেছিলেন করিম বেঞ্জেমা। ২০০৮ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত এই ১৫ বছরে মেসি ২০২১, ২০১৯, ২০১৫, ২০১২, ২০১১, ২০১০, ২০০৯ মোট ৭ বার জিতেছেন। তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জিতেছেন ৫ বার (২০০৮, ২০১৩, ২০১৪, ২০১৬, ২০১৭)। ২০১৮ সালে জিতেছিলেন ক্রোয়েশিয়ার লুকা মড্রিচ।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন