পরবর্তী দুটি আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ থেকে ছিটকে গেলেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। হ্যামস্ট্রিং-র চোটের কারণে পাওয়া যাবে না আটবারের ব্যালন ডি'অর জয়ী তারকাকে।
ফিলাডেলফিয়া এবং লস এঞ্জেলসে আর্জেন্টিনা দুটি ম্যাচ খেলবে। কিন্তু আর্জেন্টাইন সমর্থকরা কার্যত হতাশ। কারণ প্রিয় তারকা মেসির খেলাই দেখতে পাবেন না তাঁরা।
আর্জেন্টাইন ফেডারেশনের তরফ থেকে জানানো হয়েছে, ইন্টার মায়ামির হয়ে ন্যাশভিল এফসির বিপক্ষে খেলতে গিয়ে চোট পান মেসি। ডান পায়ের হ্যামস্ট্রিং-এ চোটের জন্যই ফ্রেন্ডলি ম্যাচে থাকতে পারবেন না মেসি।
শনিবার অর্থাৎ ২৩ মার্চ এল সালভাদোরের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। ভারতীয় সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ফ্রেন্ডলি ম্যাচটি। অন্য ম্যাচটি আছে ২৭ মার্চ বুধবার। প্রতিপক্ষ কোস্টারিকা। ভারতীয় সময় সকাল ৮.২০ মিনিটে শুরু হবে ম্যাচটি।
ইন্টার মায়ামি কোচ মার্টিনো জানান, "আগামী মাসে CONCACAF-র কোয়ার্টার ফাইনাল ম্যাচ আছে। সেই ম্যাচে খেলতে পারেন মেসি। তবে তাঁর চোট মুক্ত হওয়ার পরই মাঠে নামানো হবে। অকারণে আমরা ঝুঁকি নিতে চাই না।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন