RG Kar Case: 'দোষীদের এমন শাস্তি হোক, যাতে গোটা দেশ মনে রাখে' - আরজি কর নিয়ে সরব বাইচুং ভুটিয়া

People's Reporter: বাইচুং বলেন, যা হয়েছে তা সত্যিই মর্মান্তিক। মামলাটি বর্তমানে সিবিআই-র অধীনে রয়েছে। তারা তাদের মতো তদন্ত করছে।
বাইচুং ভুটিয়া
বাইচুং ভুটিয়াছবি - BBFS-র ফেসবুক পেজ
Published on

আরজি কর কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক বাইচুং ভুটিয়া। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন 'পাহাড়ি বিছে'।

প্রায় ২ মাস হতে চললো আরজি করে নৃশংস হত্যাকাণ্ডের। সুপ্রিম কোর্টে এখনও বিচারাধীন রয়েছে মামলাটি। রাজ্যজুড়ে লাগাতার চলছে প্রতিবাদ মিছিল। এরই মধ্যে বৃহস্পতিবার আরজি কর কাণ্ড নিয়ে সরব হলেন বাইচুং ভুটিয়া। দিল্লিতে এক অনুষ্ঠানে বাইচুং বলেন, 'যা হয়েছে তা সত্যিই মর্মান্তিক। মামলাটি বর্তমানে সিবিআই-র অধীনে রয়েছে। তারা তাদের মতো তদন্ত করছে। আমি তদন্ত নিয়ে কিছু বলব না। আশা করছি অপরাধীরা শাস্তি পাবে।'

তিনি আরও বলেন, 'শুধুমাত্র পশ্চিমবঙ্গই নয়, দেশের বিভিন্ন প্রান্তে শিশু এবং নারীদের উপর অত্যাচার চলছে। এর শেষ হওয়া উচিত। আমি চাই দোষীদের এমন শাস্তি দেওয়া হোক যাতে গোটে দেশ মনে রাখে। কঠোর থেকে কঠোরতম শাস্তির দরকার।'

গতকাল দিল্লিতে বাইচুং ভুটিয়া স্কুলের সাথে ব্রিটেনের সাউদাম্পটন এফসির মৌ স্বাক্ষর হয়েছে। সাউদাম্পটন এফসি প্রিমিয়ার লিগের ক্লাব। এই চুক্তির ফলে ভারতীয় ফুটবলের তৃণমূল স্তরে উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। অনুষ্ঠানে বাইচুং ভুটিয়ার পাশাপাশি উপস্থিত ছিলেন সাউদাম্পটন কিংবদন্তি ম্যাট লে টিসিয়ার, সাউদাম্পটন ফুটবল অ্যাকাডেমির পরিচালক অ্যান্ডি মার্টিনো, সাউদাম্পটন এফসির ফুটবল ডেভেলপমেন্ট ম্যানেজার টম গ্রেভ্যাট এবং বাইচুং ভুটিয়া ফুটবল স্কুলের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও কিশোর তাইদ।

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in