ফুটবল বিশ্বের চোখ এখন পিএসজির দিকে। নেইমার, এমবাপ্পে, সার্জিও রামোস, লিওনেল মেসিদের নিয়ে চাঁদের হাট পার্ক দেস প্রিন্সেসে। প্রত্যাশা মতোই ফ্রেঞ্চ লীগের শুরুটা করলো প্যারিসিয়েনরা। প্রথম দুই ম্যাচের দুটিতেই জয় অর্জন করলো তারা। গতরাতে স্ট্রসবার্গকে ৪-২ গোলে হারিয়েছে এমবাপ্পেরা।
গতকাল যদিও নেইমার, লিওনেল মেসি কিংবা সার্জিও রামোস ছিলেন না। তবে তাতে বিশেষ কিছু অসুবিধে হয়নি পচেত্তিনোদের। প্রথমার্ধের ২৭ মিনিটেই ৩-০ গোলে এগিয়ে যায় তারা। তিন মিনিটের মাথায় মাউরো ইকার্দির গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর ২৫ ও ২৭ মিনিটে পরপর দুটি গোল আসে। প্রথম গোলটি করেন এমবাপ্পে এবং দ্বিতীয় গোলটি করেন ড্রাক্সলার।
দ্বিতীয়ার্ধে কিছুটা চাপ সৃষ্টি করে স্ট্রসবার্গ। ৫৩ মিনিটে কেভিন জামেরিয়ো এবং ৬৪ মিনিটে লুডোভিক গোল করে পিএসজিকে চাপে ফেলে। খেলার ব্যবধান দাঁড়ায় পিএসজির পক্ষে ৩-২। তবে এরপর আর গোলের দেখা পায়নি স্ট্রসবার্গ। ঘুরে ৮৬ মিনিটে কিলিয়ান এমবাপ্পের বাড়ানো পাস থেকে গোল করে পিএসজির জয় নিশ্চিত করেন পাবলো সারাবিয়া।
অন্যদিকে জমে উঠেছে প্রিমিয়ার লীগের লড়াই। ব্রুনো ফার্নান্দেজের হ্যাটট্রিকে লীডস ইউনাইটেডকে ৫-১ গোলে হারিয়েছে ম্যান সিটি। নরউইচ সিটিকে ৩-০ গোলে হারিয়ে প্রথম ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারিয়ে বড় জয় পেয়েছে টমাস টুখেলের চেলসিও।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন