দুই ফরাসী মহাতারকা কিলিয়ান এমবাপ্পে এবং করিম বেনজেমাকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরার খেতাব জিতলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। ৩৫ বছর বয়সেও ব্যক্তিগত পারফরম্যান্সে দ্যুতি ছড়িয়ে ৩৬ বছরের আক্ষেপ ঘুচিয়ে আলবিসেলেস্তেদের বিশ্বকাপের সোনালী ট্রফি উপহার দিয়েছেন মেসি। বিশ্বকাপে জিতেছেন গোল্ডেন বল। এবার পুরুষ বিভাগে ফিফার দ্য বেস্ট প্লেয়ারের পুরস্কারও জিতলেন পিএসজি সেনসেশন।
এই নিয়ে দ্বিতীয়বার ফিফার বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হলেন লিও মেসি। তিনি এর আগে ২০১৯ সালে এই খেতাব হাতে তোলেন। সেই সুবাদে লিও ছুঁয়ে ফেলেন পর্তুগীজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও পোলিশ সেনসেশন রবার্ট লেভনডস্কিদের।
২০২২ সালের সেরা মহিলা ফুটবলারের পুরস্কার জিতে নেন বার্সেলোনার স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেয়াস।
গতকাল দিবাগত রাতে প্যারিসে ফিফা দ্য বেস্টের মঞ্চে আর্জেন্টিনার জয় জয়কার। শুধু মেসি নয়। বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের একাধিক ফুটবলার পুরস্কার জিতেছেন বর্ষসেরা। বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন লিওনেল স্কালোনি। বর্ষসেরা গোলরক্ষক কাতার বিশ্বকাপের গোল্ডেন গ্লাভস বিজয়ী এমিলিয়ানো মার্টিনেজ। এছাড়া আর্জেন্টিনা সমর্থকদের বেস্ট ফ্যান হিসেবে স্বীকৃতি দিয়েছে ফিফা।
বর্ষসেরা গোলের জন্য ২০২২ সালে পুসকাস অ্যাওয়ার্ড জিতলেন পোল্যান্ডের প্রতিবন্ধী ফুটবলার মার্সিন ওলেক্সি।
জর্জিয়ান রাইটব্যাক লুকা লোশোভিলি জিতেছেন এবারের 'ফিফা ফেয়ার প্লে' ট্রফি। ২০২২ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রিয়ার ঘরোয়া লীগে ম্যাচের মধ্যে অজ্ঞান হয়ে যাওয়া অস্ট্রিয়া ভিয়েনার ফুটবলার জর্জ তেইজলের জীবন বাঁচানোর জন্য এই পুরস্কারটি পেলেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন