ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর এবার লিওনেল মেসি। সৌদির ক্লাবে পাড়ি জমাচ্ছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তী। আগামী জুনে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসির। এক প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, এই গ্রীষ্মেই প্যারিস সাঁ জার্মেইন ছেড়ে সৌদি আরব ভিত্তিক একটি ক্লাবে যোগ দিতে প্রস্তুত এলএম টেন।
এক সূত্র মারফত সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, "মেসির সঙ্গে একটি চুক্তি সম্পন্ন হয়েছে। তিনি আগামী মরশুমে সৌদি আরবে খেলবেন। চুক্তিটি ব্যতিক্রমী। এটি বিশাল। আমরা শুধুমাত্র ছোটখাটো বিবরণ করছি।"
এই প্রসঙ্গে মেসির বর্তমান ক্লাব পিএসজিকে জিজ্ঞেস করা হলে, লীগ ওয়ান ভিত্তিক ক্লাবটি কেবল জানায়, ৩০ শে জুন পর্যন্ত মেসির সাথে তাদের চুক্তি রয়েছে। পিএসজির একটি পৃথক সূত্র জানিয়েছে, ক্লাব যদি তার চুক্তি নবায়ন করতে চাইত, তবে তা আগেই করা যেত।
এই মরশুম শেষে ফ্রি এজেন্ট হিসেবে আর্জেন্টাইন তারকা পুনরায় ক্যাম্প ন্যুতে ফিরবেন বলে গুঞ্জন ছিল। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মায়ামিতে যাওয়ারও গুঞ্জন ছিল। কিন্তু শেষ পর্যন্ত সৌদি প্রো লিগেই মেসি খেলবেন বলে জানা গিয়েছে। কোন ক্লাবে খেলবেন সে বিষয়ে অফিসিয়ালি জানা যায়নি। তবে আর্জেন্টাইন মহাতারকাকে আল হিলালের জার্সিতেই দেখা যাবে বলে অনুমান করা হচ্ছে।
গত জানুয়ারির দলবদলের মরশুমে পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সৌদি আরবের ক্লাব আল নাসরে যোগ দিয়েছেন। এবার মেসিও যাচ্ছেন একই লীগে। আবারও দুই মহাতারকার দ্বৈরথ দেখতে পাবে ফুটবল বিশ্ব। সেইসঙ্গে সৌদি লীগও এক অন্য মাত্রায় গিয়ে পৌঁছাবে বলেই মনে করা হচ্ছে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন