দীর্ঘ ৩৬ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে কাতারে বিশ্বচ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সমর্থকদের প্রত্যাশা পূরণ করেন লিওনেল মেসি। এই কাতার বিশ্বকাপই তাঁর শেষ বিশ্বকাপ বলে নিজেই জানিয়েছিলেন আর্জেন্টাইন মহাতারকা।
অবশ্য বিশ্বকাপ জয়ের পর এলএম টেন জানান, দেশের জার্সিতে আরও কিছুটা সময় খেলে যেতে চান তিনি। তারপরই বিশ্ব জুড়ে মেসি ফ্যানেরা আশা করেছিল তাহলে পরের কোপা আমেরিকা ও ২০২৬ বিশ্বকাপেও দেখা যেতে পারে সাত বারের ব্যালন ডি'অর জয়ীকে। কিন্তু তা আর হচ্ছে না। ইন্টার মায়ামিতে স্থানান্তরের পরেই নিজের অবসর প্রসঙ্গে বড় সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক।
লিওনেল মেসি স্পষ্ট জানিয়েছেন, তিনি তাঁর শেষ বিশ্বকাপ খেলে ফেলেছেন। ২০২৬ বিশ্বকাপে নামার তাঁর কোনো পরিকল্পনা নেই। বিশ্বকাপ নিয়ে মেসি তাঁর পরবর্তী পদক্ষেপের কথা চীনের এক সংবাদমাধ্যমে জানিয়েছেন। মেসি জানান, "কাতার বিশ্বকাপই আমার শেষ বিশ্বকাপ ছিল। এখন যেমনটা চলছে, তাতে আমি পরের বিশ্বকাপে খেলতে যাব না।"
ওই সাক্ষাৎকারের পর মেসির অবসর নিয়েও জল্পনা বাড়ছে। আগামী কোপা আমেরিকাতেও তাঁকে দেখা যাবে কিনা তার নিশ্চয়তা নেই। মেক্সিকো, কানাডা এবং আমেরিকায় বসতে চলা ২০২৬ বিশ্বকাপে যে তিনি খেলবেন না, এমনটা সরাসরি না জানালেও, তাঁর খেলার সম্ভাবনা যে খুবই কম তা অনুমান করা যেতেই পারে। আর্জেন্টিনার হয়ে এখনও পর্যন্ত ১৭৪টি ম্যাচে ১০২টি গোল করেছেন মেসি।
যদিও ২০২৬ বিশ্বকাপের জন্য মেসিকে চাইছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। আর্জেন্টিনার কোচের কাছে মেসির বিশ্বকাপে খেলার সম্ভাবনা আছে কি না, জানতে চাওয়া হলে তিনি বলেছিলেন, "আমরা ওর জন্য দরজা খোলা রাখব। যদি ও না খেলে, তবে আমরা বিকল্প দেখব। আশা করি, ও পরের বিশ্বকাপে খেলবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন