UEFA Europa League: লিসবনের কাছে টাইব্রেকারে হারলো আর্সেনাল, বেটিসকে হারিয়ে শেষ আটে ম্যান ইউ

ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগে ২-২ ব্যবধানে শেষ হয়েছিল স্পোর্টিং লিসবন এবং আর্সেনালের ম্যাচ। দ্বিতীয় লেগে এমিরেটস স্টেডিয়ামেও নির্ধারিত সময়ে স্কোরলাইন থাকে ১-১।
শেষ আট চূড়ান্ত
শেষ আট চূড়ান্তছবি - উয়েফা ইউরোপা লীগের ট্যুইটার
Published on

চলতি প্রিমিয়ার লীগে দুর্দান্ত ছন্দে রয়েছে মিকেল আর্তেটার আর্সেনাল। ২৭ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে গানার্সরা। কিন্তু উয়েফা ইউরোপা লীগের মঞ্চ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। টাইব্রেকারে স্পোর্টিং লিসবনের কাছে হেরে ইউরোপা লীগের শেষ ষোলো থেকেই বিদায় নিলো আর্সেনাল। অন্য ম্যাচে রিয়াল বেটিসকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড

ইউরোপা লীগের শেষ ষোলোর প্রথম লেগে ২-২ ব্যবধানে শেষ হয়েছিল স্পোর্টিং লিসবন এবং আর্সেনালের ম্যাচ। দ্বিতীয় লেগে এমিরেটস স্টেডিয়ামেও নির্ধারিত সময়ে স্কোরলাইন থাকে ১-১। অতিরিক্ত ৩০ মিনিট দেওয়া হলেও তাতে ফলাফল নিষ্পত্তি হয়নি। এরপর খেলা পৌঁছায় টাইব্রেকারে। সেখানেই বাজিমাৎ করে লিসবন। গ্যাব্রিয়েল মার্তেনেল্লির শট আটকে দিয়ে পর্তুগীজ ক্লাবটিকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান গোলকিপার অ্যান্টেনিও আদান।

অন্য ম্যাচে স্প্যানিশ ক্লাব রিয়াল বেটিসকে হারিয়ে কোয়ার্টারে ফাইনালে পা রাখলো ম্যানচেস্টার ইউনাইটেড। রেড ডেভিলরা প্রথম লেগে ৪-১ ব্যবধানের বড় জয় তুলে নিয়ে একপ্রকার শেষ আটে পা দিয়েই রেখেছিল। গতরাতে মার্কাস র‍্যাশফোর্ডের একমাত্র গোলে জয় তুলে নিয়ে সহজেই পরের রাউন্ডে পৌঁছালেন এরিক টেন হ্যাগরা।

স্পোর্টিং লিসবন এবং ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়াই আর যে ছ'টি দল কোয়ার্টারে পা রেখেছে তারা হল, রোমা, জুভেন্টাস, বায়ার লেভারকুসেন, ফেয়েনর্ড, রয়্যাল ইউনিয়ন এবং সেভিয়া। রিয়াল সোসিদিয়েদকে ২-০ এগ্রিগেটে হারিয়েছে রোমা। ফ্রেইবার্গের বিপক্ষে ৩-০ এগ্রিগেটে জয় পেয়েছে জুভেন্টাস। ফেরেঙ্কভরেসের বিপক্ষে ৪-০ এগ্রিগেটে জয় পেয়েছে লেভারকুসেন। শাখতার দোনেৎস্ককে ৮-২ এগ্রিগেটে হারিয়েছে ফেয়েনর্ড। রয়েল ইউনিয়ন ৬-৩ এগ্রিগেটে হারিয়েছে ইউনিয়ন বার্লিনকে। ফেনেরবাককে ২-১ এগ্রিগেটে হারিয়েছে সেভিয়া।

শেষ আট চূড়ান্ত
FIFA: বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃতীয়বার ফিফা প্রেসিডেন্ট নির্বাচিত ইনফান্তিনো

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in