এশিয়া কাপে বড়-ধাক্কা বাংলাদেশের। ভাইরাল ফিভারের কারণে গোটা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার লিটন দাস। তাঁর জায়গায় সুযোগ দেওয়া হয়েছে আনামুল হককে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড সূত্রে প্রথমে জানা গিয়েছিল প্রথম ম্যাচে পাওয়া যাবে না লিটনকে। কিন্তু এখন শোনা যাচ্ছে একটিও ম্যাচ খেলবেন না লিটন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় নির্বাচক প্যানেলের চেয়ারম্যান মিনহাজুল আবেদিন মঙ্গলবার বলেন, লিটন দাস ম্যাচ খেলতে পারবেনা না। তাঁর পরিবর্তে আনামুল হক বিজয়কে নেওয়া হয়েছে।
আনামুল হক বিজয়কে নেওয়া প্রসঙ্গে মিনহাজুল বলেন, "ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই রয়েছেন আনামুল। আমরা তাঁকে বাংলাদেশ টাইগার্স প্রোগ্রাম থেকেই নজর রাখছিলাম। লিটনের অনুপস্থিতিতে আমাদের এমন একজন ব্যাটার দরকার ছিল যে উইকেট ধরে রাখতে পারবে। সেই কারণে সকলেই আনামুলকে দলে নেওয়ার জন্য সম্মতি দিয়েছেন।"
উল্লেখ্য, এই আনামুল হক বিজয় বাংলাদেশের হয়ে ৪৪টি ওয়ান ডে খেলেছেন। দেশের জার্সিতে ১২৫৪ রান রয়েছে তাঁর। তিনটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। বাংলাদেশের হয়ে শেষ ওয়ান ডে খেলেছিলেন ডিসেম্বর মাসে, ভারতের বিরুদ্ধে। তারপর জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন।
বাংলাদেশের স্কোয়াড - সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্তো, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুবো, মেহদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শেখ মেহদি হাসান, নইম শেখ, শামিম হোসেন, তানজিদ হাসান তামিম, তানজিম হাসান সাকিব এবং আনামুল হক বিজয়।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন