প্রায় প্রত্যেক ম্যাচের আগে বা পরে রেফারি নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন ইস্টবেঙ্গল কোচ কার্লস কুয়াদ্রাত। গত চেন্নাই ম্যাচের আগেও একই ছবি সামনে আসে। এবার ইস্টবেঙ্গলের এই রেফারি নিয়ে অভিযোগকে একহাত নিলেন ওড়িশা এফসি কোচ সার্জিও লোবেরা।
বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নিজেদের ঘরের মাঠে নামার আগে লোবেরা বলেন, 'ইস্টবেঙ্গল প্রতি ম্যাচের আগে রেফারি নিয়ে নালিশ করে অযথা চাপ তৈরী করছে। বারো বছর পরে মাত্র একটা ট্রফি পেলো সেখানেও রেফারি ভুলের জন্যই পেয়েছে।'
প্রসঙ্গত, লোবেরাকে ইস্টবেঙ্গল প্রথমে কোচ হিসেবে চায়। কিন্তু অনেক টালবাহানা করেন তিনি। অবশেষে কুয়াদ্রাতকেই কোচ করে লাল হলুদ দল। আর সুপার কাপের ফাইনালে লোবেরার ওড়িশাকেই হারিয়ে ট্রফি জেতে ইস্টবেঙ্গল।
লিগের প্রথম মুখোমুখিতে এই ওড়িশাকেই গোলশূন্য ড্রয়ে আটকে দিয়েছিল ইস্টবেঙ্গল। গত সপ্তাহে মোহনবাগানের বিরুদ্ধেও জিততে পারেনি তারা। আরও স্পষ্ট করে বললে, চলতি লিগে কলকাতার দুই দলকে এখন পর্যন্ত একবারও হারাতে পারেনি শীর্ষে থাকা ওড়িশা। তাই বৃহস্পতিবার ঘরের মাঠে জয় পাওয়ার জন্য নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়বে তারা।
ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও পরিস্থিতিটা অনেকটা সে রকমই। এই ম্যাচে জিততে পারলে তারা জামশেদপুরকে টপকে সেরা ছয়ে ঢুকে পড়বে। কারণ, ছ’নম্বরে থাকা জামশেদপুরের সঙ্গে তাদের দূরত্ব মাত্র দু’পয়েন্টের। কলিঙ্গ স্টেডিয়াম থেকে তিন পয়েন্ট তুলে আনতে পারলে সেরা ছয়ের দরজা খুলে ফেলতে পারবেন ক্লেটন সিলভারা। আর যদি গতবারের মতো ম্যাচ ড্র-ও রাখতে পারে তারা, তাহলে গোল পার্থক্যের সুবাদে নর্থইস্ট-কে টপকে সাত নম্বরে উঠে আসতে পারবে তারা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন