IPL 2023: ম্যাচ জিতলেও বড় জরিমানার মুখে লোকেশ রাহুল! কিন্তু কেন?

আইপিএলের লক্ষ্য হল ম্যাচ গুলিকে ৩ ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। চলতি আসরে লখনউ যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে।
কে এল রাহুলকে জরিমানা
কে এল রাহুলকে জরিমানাছবি - লখনউ সুপার জায়ান্টসের ফেসবুক পেজ
Published on

বুধবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। তবে এই ম্যাচে স্লো ওভার রেটের কারণে বড় জরিমানার মুখে পড়েছেন লখনউ অধিনায়ক লোকেশ রাহুল। ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।

আইপিএলের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, "যেহেতু এটা চলতি মরশুমে স্লো ওভার রেটের কারণে দলটির প্রথম অপরাধ, তাই মিস্টার রাহুলকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হচ্ছে।"

চলতি আসরে লখনউ যদি দ্বিতীয়বার স্লো ওভার রেটের জন্য দোষী সাব্যস্ত হয়, তাহলে অধিনায়ককে ২৪ লক্ষ টাকার জরিমানা করা হবে এবং দলের প্লেয়িং ইলেভেনের খেলোয়াড়দের ৬ লক্ষ বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হবে।

আইপিএলের লক্ষ্য হল ম্যাচ গুলিকে ৩ ঘন্টা ২০ মিনিটের মধ্যে শেষ করা। তবে স্লো ওভার রেটের কারণে কিছু ম্যাচ চার ঘন্টাও ছাড়িয়ে যাচ্ছে। এর আগে একই কারণে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয় আরসিবি অধিনায়ক ফাফ ডু প্লেসির।

গতকাল রাজস্থান রয়্যালসের বিপক্ষে দশ রানে জয় তুলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। মেয়ার্সের ৫১ রান এবং রাহুলের ৩৯ ও পুরানের ২৯ রানের সৌজন্যে রাজস্থানকে ১৫৫ রানের লক্ষ্য বেঁধে দিয়েছিল লখনউ। জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করেন সঞ্জু স্যামসনরা।

কে এল রাহুলকে জরিমানা
IPL 2023 : সৌরভের শহর বনাম সৌরভের দল, কেমন হতে পারে কলকাতা - দিল্লির প্রথম একাদশ?
কে এল রাহুলকে জরিমানা
IPL 2023: ধোনির সাথে তুলনা টেনে স্যামসনকে জাতীয় দলে সুযোগ দেওয়ার দাবি হরভজনের

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in