IPL 2024: দিল্লিকে হারিয়ে শীর্ষ স্থানে যাওয়া হলো না লখনউয়ের, দশম স্থানে নামলো RCB

People's Reporter: বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮।
দিল্লি ক্যাপিটালস
দিল্লি ক্যাপিটালসছবি - সংগৃহীত
Published on

দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে আইপিএল-এর লিগ টেবিলের শীর্ষ স্থান দখল করা হলো না লখনউ সুপার জায়ান্টসের। বরং শুক্রবারের ম্যাচ থেকে ২ পয়েন্ট সংগ্রহ করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে পয়েন্ট টেবিলের একদম শেষে পাঠালো দিল্লি।

বর্তমানে লিগ টেবিলের শীর্ষস্থানে আছে রাজস্থান রয়্যালস। ৫ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৮। গতকাল দিল্লিকে হারাতে পারলে একই পয়েন্ট এবং রান রেট বেশি থাকলেই শীর্ষ স্থানে উঠতো লখনউ। কিন্তু ঋষভ-জ্যাকদের ঝোড়ো ব্যাটিং-র দাপটে সেই আশা ভঙ্গ হয় কে এল রাহুলের। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানেই থাকতে হলো তাদের।

অন্যদিকে দিল্লি গতকাল ম্যাচের আগে পর্যন্ত ২ পয়েন্ট নিয়ে একদম শেষে ছিল। গতকাল আরও ২ পয়েন্ট নিয়ে মোট ৪ পয়েন্ট পেয়ে লিগের নবম স্থানে উঠেছে দিল্লি।

গতকাল টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় লখনউ সুপার জায়ান্ট। ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৬৭ রান তোলেন রাহুলরা। জবাবে ব্যাট করতে নেমে ১৮.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭০ রান করে ম্যাচ জেতে দিল্লি ক্যাপিটালস। ম্যাচের সেরা হন কুলদীপ যাদব। ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৩ উইকেট নেন তিনি।

লিগ শীর্ষে আছে রাজস্থান। দ্বিতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। তৃতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস।

দিল্লি ক্যাপিটালস
Mary Kom: অলিম্পিক্সের 'শেফ দ্য মিশন' পদ থেকে ইস্তফা মেরি কমের! নেপথ্যে কি মণিপুর হিংসা?
দিল্লি ক্যাপিটালস
IPL 2024: হার্দিকের পাশে বিরাট, মুম্বই অধিনায়ককে উৎসাহ দিতে সমর্থকদের অনুরোধ কোহলির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in