Sunil Chhetri: দেশের হয়ে শেষ ম্যাচ সুনীলের, শুভেচ্ছা বার্তা লুকা মড্রিচের

People's Reporter: ভিডিওটিতে লুকা বলেন, 'দেশের হয়ে শেষ ম্যাচের জন্য সুনীলকে অনেক অনেক অভিনন্দন। তোমার কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাই। এই খেলায় তুমি একজন কিংবদন্তি'।
সুনীলকে শুভেচ্ছা বার্তা দিলেন লুকা মড্রিচ
সুনীলকে শুভেচ্ছা বার্তা দিলেন লুকা মড্রিচছবি - প্রতীকী
Published on

দেশের হয়ে শেষ ম্যাচ খেলতে নামছেন অধিনায়ক সুনীল ছেত্রী। তার আগে ছেত্রীর উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা পাঠালেন ক্রোয়েশিয়ান তারকা লুকা মড্রিচ।

বিশ্ব ফুটবলে লুকা মদ্রিচের নাম জানেন না এমন ফুটবলপ্রেমীর সংখ্যা হয়তো খুবই কম। ভারত অধিনায়কের উদ্দেশ্যে ভিডিও বার্তা পাঠিয়েছেন লুকা মড্রিচ। ভিডিটি শেয়ার করেছেন ভারতীয় ফুটবল দলের কোচ ইগর স্টিমাচ।

ভিডিওটিতে লুকা বলেন, 'দেশের হয়ে শেষ ম্যাচের জন্য সুনীলকে অনেক অনেক অভিনন্দন। তোমার কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানাই। এই খেলায় তুমি একজন কিংবদন্তি'।

সুনীলের পাশাপাশি তাঁর সতীর্থদের উদ্দেশ্যেও বার্তা দিয়েছেন লুকা। ক্রোয়েশিয়ান এলএম টেন বলেন, 'তোমাদের উচিত এই ম্যাচ জেতা। নিজেদের অধিনায়কের শেষ ম্যাচ স্মরণীয় করে রাখো। সকলকে ক্রোয়েশিয়ার তরফ থেকে শুভেচ্ছা'।

উল্লেখ্য, বৃহস্পতিবার যুবভারতীতে কুয়েতের মুখোমুখি হবে ভারত। কুয়েতের বিরুদ্ধে জিতলে ভারত শুধু ফিফা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের তৃতীয় রাউন্ডে প্রবেশ করবে তাই না, একই সঙ্গে এশিয়ার পাঁচটি শক্তিশালী দলের সঙ্গে খেলতে পারবেন। অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়ার মতো দলগুলির বিরুদ্ধে খেলার সুযোগ পাবে ভারত। সুনীলের শেষ ম্যাচে আবেগে ভাসছেন সমর্থকরা। সকলেই নিজেদের অধিনায়কের পা থেকে গোল দেখতে চাইছেন।

সুনীলকে শুভেচ্ছা বার্তা দিলেন লুকা মড্রিচ
Sunil Chhetri: পরের রাউন্ডে গেলেও অবসর ভেঙে ফিরবেন না, সাফ জানালেন সুনীল
সুনীলকে শুভেচ্ছা বার্তা দিলেন লুকা মড্রিচ
Sunil Chhetri: সুনীলকে জয় উপহার দিতে চান শুভাশিস

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in