Madrid Open : ম্যাথু এবডেনকে সঙ্গী করে মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না

চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন বোপান্না-এবডেন জুটি। গত ফেব্রুয়ারিতে কাতার ওপেন জিতেছিলেন তাঁরা। তারপর এই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি জেতে ইন্ডিয়ান ওয়েলস।
রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন
রোহন বোপান্না এবং ম্যাথু এবডেনছবি সৌজন্যে - ট্যুইটার
Published on

মাদ্রিদ ওপেনের ফাইনালে পৌঁছে গেলেন রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। পুরুষদের ডাবলসের সেমিফাইনালে অষ্টম বাছাই সান্তিয়াগো গঞ্জালেজ এবং এডুয়ার্ডো রজার-ভ্যাসেলিনকে হারিয়ে শনিবারের ফাইনালের টিকিট পেলেন। ১ ঘন্টা ৫০ মিনিটের লড়াইয়ে ম্যাচের ফলাফল বোপান্না-এবডেন জুটির পক্ষে ৫-৭, ৭-৬ (৭-৩), ১০-৪।

৩৫ বর্ষীয় অস্ট্রেলিয়ান তারকা ম্যাথু এবডেনকে সঙ্গী করে চলতি মরশুমে এটিপি মাস্টার্স ১০০০-এর দ্বিতীয় ফাইনালে পৌঁছলেন ৪৩-এর রোহন। সেমিফাইনালে ৭টি রিটার্ন পয়েন্টের মধ্যে ৪টি জিতে নিয়ে ফাইনালে পৌঁছালেন সপ্তম বাছাই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি।

চলতি মরশুমে দুর্দান্ত ছন্দে রয়েছেন বোপান্না-এবডেন জুটি। গত ফেব্রুয়ারিতে কাতার ওপেন জিতেছিলেন তাঁরা। তারপর এই ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি জেতে ইন্ডিয়ান ওয়েলস। এবার আরও এক বড় খেতাব জয়ের দোরগোড়ায় তাঁরা।

আগামীকাল মাদ্রিদ ওপেনের ফাইনালে রোহন এবং এবডেন মুখোমুখি হবেন টুর্নামেন্টের অবাছাই রাশিয়ান জুটি কারেন খাচানোভ-আন্দ্রে রুবলেভের। সেমিফাইনালের অপর ম্যাচে মার্সেলো আরেভালো ও জঁ-জুলিয়েন রোজার জুটিকে হারিয়ে ফাইনালের টিকিট পেয়েছেন খাচানোভ- রুবলেভের। ম্যাচের ফলাফল রুশ জুটির পক্ষে ৬-৪, ৬-৪।

রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন
WTC: ফাইনাল থেকে ছিটকে যেতে পারেন রাহুল, ব্যাকআপ হিসেবে কাকে পছন্দ নির্বাচকদের?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in