Asia Cup 2023: হ্যামস্ট্রিং-এ চোট, ফাইনালের আগে ছিটকে গেলেন শ্রীলঙ্কার এই তারকা স্পিনার

People's Reporter: শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, 'মাহিশ থিকসেনাকে ফাইনালে পাওয়া যাবে না। পাকিস্তান ম্যাচে ডান হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন তিনি।
হ্যামস্ট্রিং-র চোট নিয়ে মাহিশ থিকসানা
হ্যামস্ট্রিং-র চোট নিয়ে মাহিশ থিকসানাছবি - শ্রীলঙ্কা ক্রিকেটের ট্যুইটার
Published on

এশিয়া কাপ ফাইনালের আগে ধাক্কা লঙ্কান শিবিরে। চোটের কারণে ছিটকে গেলেন মাহিশ থিকসানা। পাঁচ ম্যাচে ৮ উইকেট নিয়েছিলেন তিনি। পাকিস্তান ম্যাচে ডান পায়ের হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন এই স্পিনার।

পাকিস্তান ম্যাচে চোট পেয়েও বল করেছিলেন থিকসানা। গোটা ক্রিকেট বিশ্ব তাঁর ইচ্ছা এবং মনের জোরকে কুর্নিশ জানিয়েছিল। কিন্তু এশিয়া কাপ ফাইনাল থেকেই ছিটকে গেলেন তিনি। শনিবার শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, 'মাহিশ থিকসানাকে ফাইনালে পাওয়া যাবে না। পাকিস্তান ম্যাচে ডান হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন তিনি। স্ক্যান করে তাঁর চোট নিশ্চিত করা হয়েছে। শ্রীলঙ্কা বোর্ডের নির্বাচকরা তাঁর পরিবর্তে সাহান আরাশশিগেকে বেছে নিয়েছেন। থিকসানা খুব দ্রুত রিহ্যাব শুরু করবেন'।

আবার সামনেই বিশ্বকাপ। তাই বিশ্বকাপের আগে এই স্পিনারকে দ্রুত সুস্থ করে তুলতে চাইছেন লঙ্কান ক্রিকেট বোর্ড। কারণ ভারতের মাটিতে তিনি দলের জন্য অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার হয়ে উঠতে পারেন।

এশিয়া কাপে থিকসানা ৫ ইনিংসে ৪৫ ওভার বল করেছেন। রান দিয়েছেন ২৩৩। উইকেট নিয়েছেন ৮টি। গড় ২৯.১২। ইকোনমি রেট ৫.১৫। পাকিস্তান ম্যাচে ৯ ওভার বল করে ৪২ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন। তাঁর ছিটকে যাওয়া শ্রীলঙ্কার কাছে কিছুটা হলেও ধাক্কার বিষয়।

হ্যামস্ট্রিং-র চোট নিয়ে মাহিশ থিকসানা
Cricket World Cup 2023: 'বিশ্বকাপে আমরা ভয়ঙ্কর প্রতিপক্ষ' - ভারতকে হারিয়েই হুঁশিয়ারি সাকিবের!
হ্যামস্ট্রিং-র চোট নিয়ে মাহিশ থিকসানা
Davis Cup: ২১ বছরের যাত্রা শেষ রবিবার! ডেভিস কাপ থেকে অবসর নিচ্ছেন রোহন বোপান্না

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in