মালয়েশিয়া ওপেনের উদ্বোধনী রাউন্ডেই হেরে বিদায় নিলেন ভারতের সাঁই প্রণীত এবং সমীর ভার্মা। এই সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে পুরুষদের সিঙ্গলসে প্রথম রাউন্ডে বিশ্বের ছয় নম্বর শাটলার, ইন্দোনেশিয়ার অ্যান্থনি সিনিসুকা গিনটিং-এর কাছে হারলেন প্রণীত এবং সমীর ইন্দোনেশিয়ার বিশ্বের আট নম্বর শাটলার জোনাটান ক্রিস্টির কাছে হারের মুখ দেখলেন।
৫০ মিনিটের লড়াইয়ে বর্তমানে বিশ্বের ১৯ নম্বর খেলোয়াড় ভারতের প্রণীত ১-২ সেটে হেরেছেন অ্যান্থনির কাছে। ইন্দোনেশিয়ান খেলোয়াড়ের পক্ষে ম্যাচের ফলাফল ২১-১৫, ১৯-২১, ২১-৯। এই নিয়ে আটবার একে অপরের মুখোমুখি হয়েছিলেন গিন্টিং এবং প্রণীত। শেষবার ২০২০ সালে এশিয়ান টিম চ্যাম্পিয়নশীপে লড়াইয়ে নেমেছিলেন তাঁরা। সেই ম্যাচে প্রণীত চোট পেয়ে ম্যাচ প্রত্যাখ্যান করায় জয় পেয়েছিলেন গিন্টিং। আটবারের দেখায় ৫-৩ ব্যবধানে এগিয়ে গেলেন ইন্দোনেশিয়ান তারকা।
অন্যদিকে চোট থেকে ফিরে আসা সমীরের অভিযানও শেষ হলো প্রথম রাউন্ডেই। ৪৯ মিনিটের লড়াইয়ে জোনাটান ক্রিস্টির কাছে ২১-১৪, ১৩-২১, ২১-১৭ ফলাফলে হারলেন তিনি। এছাড়াও মহিলাদের ডাবলসে, অশ্বিনী পোনপ্পা এবং এন সিক্কি রেড্ডির জুটিও ষষ্ঠ বাছাই জাপানী জুটি নামি মাতসুয়ামা এবং চিহারু শিদার কাছে ১৫-২১, ১১-২১ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন