ওয়েস্ট হ্যামকে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ইতিহাস গড়লো ম্যানচেসটার সিটি। টানা ৪ বার লিগ খেতাব জিতল তারা। পাশাপাশি নিজেদের দশম লিগ টাইটেলও জেতা হয়ে গেল ম্যান সিটির।
লিগ চ্যাম্পিয়ন হওয়া থেকে মাত্র একটি জয় দূরে ছিল হলান্ডরা। রবিবার ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে জিততেই হতো ম্যান সিটিকে। কারণ লিগ জয়ের অন্যতম দাবিদার ছিল আর্সেনাল। আর্সেনাল মুখোমুখি হয়েছিল এভারটনের। ম্যান সিটির পয়েন্ট ছিল ৮৮ এবং আর্সেনালের পয়েন্ট ছিল ৮৬।
গতকাল ম্যাচের শুরুতেই ফিল ফোডেনের গোলে এগিয়ে যায় ম্যান সিটি। ১৮ মিনিটের মাথায় ফের গোল করেন ফোডেন। প্রথমার্ধ শেষ হয় ২-০ ব্যবধানে। ৪২ মিনিটে ওয়েস্ট হ্যামের হয়ে গোল করেন মহম্মদ কুদুস। প্রথমার্ধ শেষ হয় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে ৫৯ মিনিটের মাথায় রড্রি গোল করে ৩-১ গোলে এগিয়ে দেন ম্যান সিটিকে।
এই জয়ের ফলে ৩৮ ম্যাচে ৯১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে শেষ করলো ম্যান সিটি। অন্যদিকে এভারটনকে ২-১ গোলে হারায় আর্সেনাল। ৩৮ ম্যাচে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে শেষ করে আর্সেনাল।
ম্যান সিটিই একমাত্র দল যারা পর পর চারবার ইংলিশ প্রিমিয়ার লিগ জিতল। ২০২০-২১, ২০২১-২২, ২০২২-২৩ এবং ২০২৩-২৪ মরসুমের সেরা হলো ম্যান সিটি। এই নজির অন্য কোনো ক্লাবের নেই।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন