দীর্ঘ ছ'বছর পর শিরোপা খরা কাটিয়ে কারাবাও কাপ জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এবার চলতি মরশুমে আরও এক শিরোপা জয়ের জন্য এগিয়ে চলেছে ম্যানচেস্টার ইউনাইটেড। এরিক টেন হ্যাগের অধীনে যেন অপ্রতিরোধ্য হয়ে উঠছে রেড ডেভিলরা। গতরাতে এফএ কাপের রুদ্ধশ্বাস ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখলো তারা।
নির্ধারিত সময়ের মধ্যে ইউনাইটেড ৩-১ গোলে জিতবে, তা কার্যত কেউই ভাবতে পারেননি। ৮৯ মিনিট পর্যন্ত ম্যাচের ফলাফল ছিল ১-১। সেখান থেকে ঝড়ের মতো পরপর দুটো গোল করে হ্যামরদের ছিটকে দেন ক্যাসিমিরোরা।
গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতে সাঈদ বেনরামার গোলে ওয়েস্ট হ্যাম ম্যাচে এগিয়ে যায়। ম্যান ইউ সমতা ফেরানোর চেষ্টা করলেও বারবার ব্যর্থ হয়। ৭৩ মিনিটে ক্যাসিমিরোর দুর্দান্ত হেডে হ্যামার্সদের জালে বল জড়ালেও অফ সাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে এর ৪ মিনিট পরেই আত্মঘাতী গোল করে বসেন ওয়েস্ট হ্যামের নায়েফ আগুয়ার্ড। সমতা ফিরে পেয়ে যায় ম্যান ইউনাইটেড।
খেলা যখন প্রায় শেষের মুহূর্তে তখনই ত্রাতার ভূমিকায় দেখা দেন আর্জেন্টাইন উইঙ্গার আলেহান্দ্রো গারনাচো। ৯০ মিনিটে দুর্দান্ত এক গোলে রেড ডেভিলদের অক্সিজেন এনে দেন তিনি। এর ঠিক পাঁচ মিনিট বাদে ইনজুরি সময়ে ম্যান ইউকে আরও এগিয়ে দেন ফ্রেড। ৩-১ গোলে জয় নিয়ে কোয়ার্টার ফাইনালে পা রাখে এরিক টেন হ্যাগের দল।
চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪১ ম্যাচে ৩০ টি জয় তুলে নিল ইউনাইটেড। ইউরোপের শীর্ষ পাঁচ লীগে এবার ইউনাইটেডের মতো এত ম্যাচ জিততে পারেনি কোনো দল। প্রিমিয়ার লীগে এই মুহূর্তে তৃতীয় স্থানে রয়েছেন মার্কাস র্যাশফোর্ডরা। ২৪ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ৪৯। শীর্ষে থাকা আর্সেনালের থেকে এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্টে পিছিয়ে রয়েছে ইউনাইটেড।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন