এফ এ কাপ ফাইনালে ম্যানচেস্টার ডার্বি। শিরোপা জেতার লড়াইয়ে মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড এবং ম্যানচেস্টার সিটি। ম্যান সিটি আগেই ফাইনাল নিশ্চিত করেছে। রবিবার রাতে কভেন্ট্রির বিরুদ্ধে কষ্টার্জিত জয় পেয়ে ফাইনালে উঠলো ম্যান ইউ-ও।
গতকাল নাটকীয় ম্যাচের সাক্ষী থাকলো ফুটবল বিশ্ব। প্রথমার্ধেই ২-০ ব্যবধানে এগিয়ে যায় ম্যানচেস্টার ইউনাইটেড। গোল করেন স্কট (২৩ মিনিট) এবং হ্যারি ম্যাগুয়র (৪৫+১ মিনিট)। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই দাপট বজায় ছিল রেড ডেভিলসদের। ৫৮ মিনিটে ইউনাইটেডের হয়ে তৃতীয় গোল করেন ব্রুনো ফার্নান্ডেজ।
৭০ মিনিট পর্যন্ত মনে করা হয়েছিল ম্যান ইউ সহজের ম্যাচটি জিতে ফাইনালে চলে যাবে। কিন্তু ৭১ মিনিটে খেলার মধ্যে নাটকীয় মোড় আনলো কভেন্ট্রি। ৭১ মিনিটে এলিস সিমস গোল করে ব্যবধান কমান। ৮ মিনিট পর অর্থাৎ ৭৯ মিনিটের মাথায় কভেন্ট্রির হয়ে দ্বিতীয় গোল করেন ক্যালম। ইনজুরি টাইমে পেনাল্টি পায় কভেন্ট্রি। গোল করে খেলায় সমতা ফেরান হাজি।
খেলা গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে ৪-২ ব্যবধানে জিতে যায় ম্যান ইউ। গোটা ম্যাচে ২৮টি শট নেয় রেড ডেভিলসরা। যার মধ্যে অন টার্গেট ছিল ৬টি। অন্যদিকে ১৮টি শট নেয় কভেন্ট্রি। অন টার্গেট ছিল ৫টি।
উল্লেখ্য, চেলসিকে ১-০ গোলে হারিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল ম্যান সিটি। ২৫ মে এফ এ কাপের ফাইনাল রয়েছে। যা বদলার ফাইনাল হিসেবে দেখছে ম্যানচেস্টার ইউনাইটেড। গত মরসুমেও এই দুই দল এফ এ কাপের ফাইনালে উঠেছিল। ম্যান সিটির কাছে ২-১ ব্যবধানে হারতে হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডকে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন