EFL Cup: ৬ বছর পর শিরোপা জয়, নিউক্যাসলকে হারিয়ে লিগ কাপ ঘরে তুললো ম্যানচেস্টার ইউনাইটেড

ইতিহাসের দোরগোড়ায় ছিল নিউক্যাসল ইউনাইটেড। প্রায় ৭০ বছর পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার সুযোগ ছিল নিউক্যাসেলের কাছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি।
কাপ জয়ের উচ্ছ্বাসে মেতেছেন ফুটবলাররা
কাপ জয়ের উচ্ছ্বাসে মেতেছেন ফুটবলাররাছবি - ম্যানচেস্টার ইউনাইটেডের ট্যুইটার হ্যান্ডেল
Published on

দীর্ঘ ৬ বছর পর শিরোপা জয়ের হাসি দেখা দিল ম্যানচেস্টার ইউনাইটেডের মুখে। নিউক্যাসল ইউনাইটেডকে হারিয়ে কারাবাও কাপ ঘরে তুললো এরিক টেন হাগের দল। লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে রবিবার ইএফএল কাপের ফাইনালে ২-০ গোলে জিতেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৬-১৭ মরশুমে সাউদাম্পটনকে হারিয়ে এই প্রতিযোগিতায় সর্বশেষ শিরোপা জিতেছিল ম্যান ইউ। তারপর কেটে গিয়েছে দীর্ঘ ছ'বছর। আর কোনো শিরোপা জিততে পারেনি ইংল্যান্ডের ঐতিহ্যবাহী দলটি। এবার সেই শিরোপা খরা কাটালো তারা। এরিক টেন হ্যাগের হাত ধরে ঘরে তুললো লিগ কাপ।

ইতিহাসের দোরগোড়ায় ছিল নিউক্যাসল ইউনাইটেড। প্রায় ৭০ বছর পর ইংলিশ ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে ট্রফি জেতার সুযোগ ছিল নিউক্যাসেলের কাছে। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। ক্যাসিমিরো আর সভেন বটমানের আত্মঘাতী গোলে ষষ্ঠবারের মতো লিগ কাপ জিতে নিলো রেড ডেভিলরা।

এদিন ম্যাচের প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ম্যান ইউনাইটেড। ৩৩তম মিনিটে বাঁ দিক থেকে দারুণ ফ্রি কিকে ডি-বক্সে ক্রস বাড়ান লুক শ। আর সেই বল থেকে দুর্দান্ত হেডারে দলকে এগিয়ে নেন দলের 'ইঞ্জিন' ব্রাজিলিয়ান তারকা মিডফিল্ডার ক্যাসেমিরো। দ্বিতীয় গোলটির জন্যও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ছ'মিনিট বাদেই ডাচ ফরোয়ার্ড উইঘর্স্টের থ্রু বল ডি-বক্সে ধরে বাঁ পায়ে শট নেন, সেই বল ডাচ ডিফেন্ডার বটমানের পায়ে লেগে জালে জড়ায়। শেষ পর্যন্ত এই ২-০ গোলের লিড ধরে রেখেই শিরোপা জয়ের স্বাদ পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

কাপ জয়ের উচ্ছ্বাসে মেতেছেন ফুটবলাররা
অ্যান্ডারসনের মুকুটে নতুন পালক, মুরলিধরনকে পেছনে ফেলে নতুন নজির ব্রিটিশ তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in