ক্রিকেটের সব ধরণের ফরম্যাট থেকে অবসর নিলেন বাংলার ক্রিকেটার মনোজ তিওয়ারি। বৃহস্পতিবার আচমকাই সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেছেন তিনি।
নিজের ফেসবুক পেজে মনোজ লেখেন, 'ক্রিকেট থেকে বিদায় নিলাম। এই খেলা আমাকে সবকিছু দিয়েছে। ক্রিকেট এবং ঈশ্বরের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। যাঁরা আমার পাশে ছিলেন, আমার লড়াইয়ে ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানাই'।
নিজের কোচের উদ্দেশ্যেও লেখেন মনোজ। তিনি লেখেন, 'মানবেন্দ্র ঘোষ, যিনি আমার পিতৃতুল্য এবং কোচ। তিনি না থাকলে আমার ক্রিকেট জীবনে কোথাও যেতে পারতাম না। অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনার দ্রুত আরোগ্য কামনা করি।' পাশাপাশি নিজের বাবা, মা এবং স্ত্রীকেও ধন্যবাদ দিয়েছেন মনোজ। বাংলার ক্রিকেট বোর্ডের প্রতিও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন রাজ্যের ক্রীড়া দফতরের রাষ্ট্রমন্ত্রী মনোজ।
তবে হঠাৎ অবসরের স্পষ্ট কারণ জানা যায়নি। অনেকে মনে করছেন বয়স একটা কারণ, তার সাথে রয়েছে জাতীয় দলে সুযোগ না পাওয়ার যন্ত্রনা। বাংলার হয়ে রঞ্জি জয়ের স্বপ্নও অধরা থেকে গেলো কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন তারকার। গত মরসুমে রঞ্জিতে হারের পর মনোজ তিওয়ারি বলেছিলেন, নিজের অবসর নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি। সতীর্থরাও তাঁর অবসর সম্পর্কে কিছু জানতেন না।
২০০৮ সালে ভারতীয় জার্সিতে অভিষেক হয় মনোজের। বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ান ডে-তে দেশের হয়ে ২৮৭ রান করেছেন। রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ তিওয়ারি। ৩০৩ রান অপরাজিতও ছিলেন। ঝুলিতে রয়েছে ২৯টি সেঞ্চুরি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন