৫ দিনেই সিদ্ধান্ত বদল, ফের ২২ গজে ফিরছেন মনোজ তিওয়ারি!

সিএবি সূত্রে খবর, মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যাতে সিএবি দফতরে এসে অবসরের সিদ্ধান্ত বাতিল করবেন। উপস্থিত থাকবেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
৫ দিনেই সিদ্ধান্ত বদল, ফের ২২ গজে ফিরছেন মনোজ তিওয়ারি!
ছবি - মনোজ তিওয়ারির ফেসবুক পেজ
Published on

সোশ্যাল মিডিয়ায় নিজের অবসর ঘোষণা করেছিলেন বাংলার তারকা ক্রিকেটার মনোজ তিওয়ারি। অবসরের কারণও স্পষ্ট করেননি। তাঁর এই আচমকা সিদ্ধান্তে বেশ অবাক হয়েছিলেন অনুরাগীরা। কিন্তু তার থেকেও বেশি অবাক করে দিয়ে পাঁচ দিনের মধ্যেই সেই সিদ্ধান্ত বদল করলেন তিনি। ফের ২২ গজে ব্যাট হাতে দেখা যাবে মনোজকে।

৫ দিনের মধ্যে সিদ্ধান্ত বদলাতে চলেছেন মনোজ তিওয়ারি। সিএবি সূত্রে খবর, মঙ্গলবার অর্থাৎ আজ সন্ধ্যাতে সিএবি দফতরে এসে অবসরের সিদ্ধান্ত বাতিল করবেন। উপস্থিত থাকবেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। কী কারণে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন তাও হয়তো জানা যাবে আজকের সন্ধ্যায়।

৩ অগাস্ট ফেসবুকে মনোজ অবসর ঘোষণা করেছিলেন। তিনি লিখেছিলেন, "ক্রিকেট থেকে বিদায় নিলাম। এই খেলা আমাকে সবকিছু দিয়েছে। ক্রিকেট এবং ঈশ্বরের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ। যাঁরা আমার পাশে ছিলেন, আমার লড়াইয়ে ছিলেন তাঁদেরকেও ধন্যবাদ জানাই"।

২০০৮ সালে ভারতীয় জার্সিতে অভিষেক হয় মনোজের। বিপক্ষে ছিল অস্ট্রেলিয়া। জাতীয় দলের হয়ে ১২টি ওয়ান ডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলেছেন। ওয়ান ডে-তে দেশের হয়ে ২৮৭ রান করেছেন। রয়েছে একটি সেঞ্চুরি ও একটি হাফ সেঞ্চুরি। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ১০ হাজার রানের মালিক মনোজ তিওয়ারি। ৩০৩ রান অপরাজিতও ছিলেন। ঝুলিতে রয়েছে ২৯টি সেঞ্চুরি।

মনোজের অবসরের পর সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, "মনোজের অবসর নেওয়ার সিদ্ধান্ত আমাকেও অবাক করেছে। মনোজের না থাকাটা বাংলা দলের জন্য বড় ক্ষতি হবে"। আবার অনেকেই বলেছিলেন, যেহেতু মনোজ পশ্চিমবঙ্গের ক্রীড়া প্রতিমন্ত্রী তাই রাজনীতির দিকেই মনোনিবেশ করতে এই সিদ্ধান্ত।

৫ দিনেই সিদ্ধান্ত বদল, ফের ২২ গজে ফিরছেন মনোজ তিওয়ারি!
লক্ষ্য ভারতীয় ফুটবলের উন্নতি, মঙ্গলবার স্টিমাচের সঙ্গে বৈঠক ইস্টবেঙ্গল-বাগান সহ ৯ ক্লাবের
৫ দিনেই সিদ্ধান্ত বদল, ফের ২২ গজে ফিরছেন মনোজ তিওয়ারি!
ICC World Cup 23: প্রথম দেশ হিসেবে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা অস্ট্রেলিয়ার, দলে নেই এই তারকা!

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in