Manoj Tiwari: 'বিরাট, রোহিতদের মত আমারও হিরো হওয়ার সুযোগ ছিল' - বিদায়বেলায় আবেগপ্রবণ মনোজ

People's Reporter: মনোজ বলেন, চেন্নাইতে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে অপারিজত ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলাম। তারপরও দল থেকে বাদ পড়ি।
মনোজ তিওয়ারি
মনোজ তিওয়ারিছবি - মনোজ তিওয়ারির ফেসবুক পেজ
Published on

রবিবার বিহারের বিরুদ্ধে রঞ্জি ট্রফি খেলে সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন মনোজ তিওয়ারি। আর বিদায় বেলায় নাম না করে মহেন্দ্র সিং ধোনির উপর ক্ষোভ উগরে দিলেন মনোজ।

মনোজ তিওয়ারি বলেন, 'চেন্নাইতে ওয়েষ্ট ইন্ডিজের বিরুদ্ধে অপারিজত ১০৪ রানের ইনিংস খেলে ভারতকে জিতিয়েছিলাম। তারপরও দল থেকে বাদ পড়ি। টানা ১৪ ম্যাচ সুযোগ পাইনি। বিরাট কোহলি, রোহিত শর্মার মতো আমার মধ্যেও হিরো হওয়ার ক্ষমতা ছিল। কিন্তু হতে পারিনি। আজ যখন টিভিতে দেখি অনেকেই বেশি সুযোগ পাচ্ছে তখন একটা দুঃখ তো হয়ই। কোনোদিন ওর সঙ্গে দেখা হলে জিজ্ঞাসা করব কেনো সুযোগ পাইনি।'

মনোজ যে সময়ে বাদ পড়েন সেঞ্চুরি করে সেই সময়ে ভারত অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। মনোজকে জমকালো সোনার ব্যাট দিয়ে সংবর্ধনা দেয় সিএবি। হাজির ছিলেন সিএবির বর্তমান ও প্রাক্তন কর্তারা। ছিলেন সৌরভ গাঙ্গুলিও।

মনোজকে সৌরভ বলেন, 'যতদিন বাংলার ক্রিকেট থাকবে, ইডেন থাকবে ততদিন তোমার নাম প্রথম সারিতে থাকবে। তুমি বাংলার ক্রিকেটের উজ্জ্বল নক্ষত্র। অবসর নেওয়ার দিন সবার জীবনে আসে। দিনটা আবেগ এবং দুঃখের একই সঙ্গে। তুমি রাজ্যের প্রতিমন্ত্রী। যে জিনিসটা এরপর তুমি মিস করবে তা হল তোমার সতীর্থদের। আমি আশা করব বাংলার ক্রিকেটে তোমাকে যুক্ত রাখা হবে। কারণ তোমার দিক-নির্দেশ থেকে শুরু করে পরামর্শ ভীষণ মূল্যবান।"

মনোজ তিওয়ারি
Ravichandran Ashwin: বিশ্বের দ্রুততম ৫০০ উইকেট শিকারীর তালিকায় রবিচন্দ্রন অশ্বিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in