Ranji Trophy: চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন নিয়ে মনোজকে অধিনায়ক করেই দল ঘোষণা বাংলার

People's Reporter: আগামী বছরের রঞ্জিতে তারকাখচিত দল নিয়ে প্রতিযোগিতায় নামবে বাংলা। যেখানে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি। কোচ হিসেবে থাকছেন লক্ষ্মীরতন শুক্লা।
মনোজ তিওয়ারি
মনোজ তিওয়ারিছবি - ইএসপিএন
Published on

রঞ্জি ট্রফির জন্য দল ঘোষণা করল বাংলা। অধিনায়ক হিসেবে মনোজ তিওয়ারির উপরই ভরসা রাখা হয়েছে। আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে এই ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট। আসন্ন এই প্রতিযোগিতায় বাংলার প্রথম দুই প্রতিপক্ষ অন্ধ্রপ্রদেশ ও উত্তরপ্রদেশ। তাদের মুখোমুখি হওয়ার বেশ কয়েকদিন আগেই ১৮ সদস্যের বাংলা দল ঘোষণা করে দিল বঙ্গ ক্রিকেটের নিয়ামক সংস্থা(CAB)।

আগামী বছরের রঞ্জিতে তারকাখচিত দল নিয়ে প্রতিযোগিতায় নামবে বাংলা। যেখানে নেতৃত্ব দেবেন মনোজ তিওয়ারি। কোচ হিসেবে থাকছেন লক্ষ্মীরতন শুক্লা। এছাড়া দুই জন উইকেটরক্ষক রাখা হয়েছে। অভিষেক পোড়েল ও সৌরভ পাল। উল্লেখ্য, রঞ্জি ট্রফিতে বাংলা তাদের আসন্ন দুটি ম্যাচ খেলবে প্রতিপক্ষের ঘরের মাঠে। অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে প্রথম ম্যাচটি হবে বিশাখাপত্তনম এবং উত্তরপ্রদেশের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচটি হবে কানপুরে।

গতবার রানার্স হয় বাংলা। এবারে ট্রফিকেই পাখির চোখ করে নামছেল টিম বেঙ্গল। ১৯৮৯-৯০ মরসুমের পরে বাংলা অনেকবার ফাইনালে উঠলেও চ্যাম্পিয়ন হতে পারেনি।

রঞ্জি ট্রফির প্রথম দুই ম্যাচের জন্য ঘোষিত বাংলা দল-

মনোজ তিওয়ারি (অধিনায়ক), অনুষ্ঠুপ মজুমদার, সুদীপ কুমার ঘরামী, অভিষেক পোড়েল, সৌরভ পাল, শ্রেয়ান্স ঘোষ, রঞ্জত সিং খয়রা, শুভম চ্যাটার্জি, আকাশ দীপ, ঈশান পোড়েল, প্রদীপ্ত প্রামানিক, করন লাল, কৌশিক মাইতি, মহম্মদ কাইফ, অঙ্কিত মিশ্র, প্রয়াস রয় বর্মন, সুরাজ সিন্ধু জয়সওয়াল, সুমন দাস।

মনোজ তিওয়ারি
AFC Asian Cup: ওয়েস্ট হ্যামের জুটিকে দেখা যাবে ভারতীয় দলে! এশিয়া কাপের আগে বড় পদক্ষেপ AIFF-র

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in