Paris Olympics 24: প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস মানু ভাকেরের! মিক্সড ইভেন্টেও পদক মহিলা শ্যুটারের

People's Reporter: স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একই অলিম্পিক্সে দুটি পদক জিতলেন মানু। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ১৬-১০ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ভারতীয় জুটি (মানু-সরবজোৎ)।
মানু ভাকের এবং সরবজোৎ সিং
মানু ভাকের এবং সরবজোৎ সিংছবি - India_AllSports-র এক্স হ্যান্ডেল
Published on

প্যারিস অলিম্পিকে ইতিহাস লিখলেন মানু ভাকের ও সরবজোৎ সিং। ১০ মিটার এয়ার পিস্তলে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতল ভারতীয় জুটি।

মঙ্গলবার ফ্রান্সের মাটিতে ইতিহাস লিখলেন মানু ভাকের। স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট হিসেবে একই অলিম্পিক্সে দুটি পদক জিতলেন তিনি। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ১৬-১০ ব্যবধানে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে ভারতীয় জুটি (মানু এবং সরবজোৎ)।

১২৪ বছর আগের করা প্রিচার্ড নরম্যানের রেকর্ডকে স্পর্শ করলেন মানু। ১৯০০ সালের অলিম্পিক্সে দুটি রুপোর পদক জিতেছিলেন তিনি। সেই সময় ব্রিটিশ উপনিবেশ হলেও আনুষ্ঠানিকভাবে পদক এসেছিল ভারতের ঝুলিতেই। তারপর আর কোনও অ্যাথলিট এই কীর্তি গড়তে পারেননি।

স্বাধীনতা লাভের পর কুস্তিতে সুশীল কুমার এবং ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু ভারতের হয়ে দুটি করে পদক জিতেছিলেন। তবে তাঁরা পৃথক দুটি অলিম্পিক্সে ১টি করে পদক জিতেছিলেন। সুশীল কুমার ২০০৮ বেজিং অলিম্পিক্সে ব্রোঞ্জ এবং ২০১২ লন্ডন অলিম্পিক্সে রুপোর পদক জিতেছিলেন। ২০১৬ রিও অলিম্পিক্সে রুপো এবং ২০২০ টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু।

পদক জয়ের পর মানু ভাকের বলেন, "সকলকে ধন্যবাদ জানাই আমাদের সমর্থন করার জন্য। প্রথমে পিছিয়ে পড়েছিলাম ঠিকই কিন্তু পরে ভালো কামব্যাক করি"।

উল্লেখ্য, রবিবার মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ২২১.৭ স্কোর করে ব্রোঞ্জ পদক জিতেছিলেন। তিনিই প্রথম ভারতীয় মহিলা শ্যুটার যিনি এই বিভাগে পদক জিতেছেন।

মানু ভাকের এবং সরবজোৎ সিং
Paris Olympics 24: 'গত ৩ বছর কোনও চাকরি নেই' - স্থায়ী কাজের আশায় পদকজয়ী মানু ভাকেরের কোচ

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in