চলতি আইপিএলের চূড়ান্ত পর্বে খেলতে পারবেন না লখনউ সুপার জায়ান্টসের তারকা পেসার মার্ক উড। ব্রিটিশ পেসারের স্ত্রী সন্তান সম্ভবা। মে মাসের শেষের দিকেই তাঁদের দ্বিতীয় সন্তান জন্ম নেবে। এইসময় স্ত্রীর পাশে থাকার জন্য আইপিএল শেষের আগেই ইংল্যান্ড উড়ে যাবেন উড।
ESPN cricinfo-র একটি প্রতিবেদনে বলা হয়েছে, "উড এবং তাঁর স্ত্রী সারা মে মাসের শেষের দিকে তাঁদের দ্বিতীয় সন্তানের প্রত্যাশা করছেন, এবং সন্তান জন্মানোর সময় উপস্থিত থাকার জন্য উড আগামী সপ্তাহের কোনো এক সময়ে বাড়ি উড়ে যাবেন।"
লখনউয়ের হয়ে শেষ দুই ম্যাচে অসুস্থতার কারণে মাঠে নামতে পারেননি উড। ডানহাতি পেসার সুপার জায়ান্টদের হয়ে চারটি খেলায় অংশ নিয়েছেন। ৮.১২ ইকোনমিতে ১১ উইকেট শিকার করেছেন তিনি।
অন্যদিকে, চেন্নাই সুপার কিংসের তারকা অলরাউন্ডার বেন স্টোকসও চূড়ান্ত পর্বের আইপিএল মিস করতে পারেন। আইপিএল ফাইনালের চার দিন পর ১ জুন লর্ডসে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একটি মাত্র টেস্ট খেলার কথা রয়েছে। সেই ম্যাচের প্রস্তুতির জন্য আইপিএলের চূড়ান্ত পর্বের আগে দেশে ফিরতে পারেন স্টোকস।
২১ মে রয়েছে গ্রুপ পর্বের শেষ ম্যাচ। ২৩ শে মে থেকে শুরু হবে প্লে অফ। এরপর ২৮ মে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ফাইনাল।
আইপিএল – ২০২৩ এর প্লে অফ ও ফাইনালের সূচি
১) ২৩ মে – কোয়ালিফায়ার ১ (টিম ১ বনাম টিম ২), ভেন্যু – চেন্নাই
২) ২৪ মে – এলিমিনেটর (টিম ৩ বনাম টিম ৪), ভেন্যু – চেন্নাই
৩) ২৬ মে – কোয়ালিফায়ার ২ (এলিমিনেটরের বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ১ এর পরাজিত দল), ভেন্যু – আমেদাবাদ
৪) ২৮ মে – ফাইনাল (কোয়ালিফায়ার ১ এর বিজয়ী দল বনাম কোয়ালিফায়ার ২ এর বিজয়ী দল), ভেন্যু – আমেদাবাদ
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন