Mary Kom: 'কোনও কথাই শোনা হয় না' - এবার মেরি কমের নিশানায় IOA সভাপতি পি টি ঊষা!

People's Reporter: মেরি কমের অভিযোগ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাথলেটিস কমিশনের কোনও কথাই শোনে না।
মেরি কম
মেরি কমফাইল ছবি - বক্সিং ফেডারেশন থেকে সংগৃহীত
Published on

ফের নিজের কাজ নিয়ে সমালোচিত হলেন ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পি টি ঊষা। এবার তাঁর বিরুদ্ধে নাম না করেই সরব হলেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ তথা অ্যাথলেটিস কমিশনের প্রধান মেরি কম।

মেরি কমের অভিযোগ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন অ্যাথলেটিস কমিশনের কোনও কথাই শোনে না। এই কমিশন গঠন করে খোদ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন। দেশের ১০ জন সেরা ক্রীড়াবিদদের নিয়ে দু'বছর আগে এই কমিশন গঠিত হয়েছিল। যার চেয়ারম্যান মেরি কম।

মেরি কম জানান, "আমি এখন আর আইওএর কাজকর্মের সঙ্গে যুক্ত নই। আমরা আইওএকে অনেক ব্যাপারে পরামর্শ দিয়েছিলাম। কিন্তু আমাদের কোনও কথাই শোনা হয়নি। আমি রাজনীতি জানি না এবং এর জন্য কাউকে দোষারোপ করতে চাইছি না"।

অলিম্পিকে ভারতীয় বক্সারদের ব্যর্থতা নিয়েও নিজের মত প্রকাশ করেছেন মেরি। তিনি বলেন, 'তাঁদের কোথায় কী ভুল হয়েছে তা আমি নির্দিষ্ট করে বলতে পারব না। কারণ তাঁরা আমাদের আমন্ত্রণ জানায়নি। তাঁরা আমার অভিজ্ঞতা কাজে লাগাতেই পারতেন। বক্সারের কোনটা দুর্বলতা আর কোনটা শক্তির জায়গা তা বলতে পারতাম'।

প্রসঙ্গত, অলিম্পিকে কুস্তির ফাইনাল থেকে ভীনেশ ফোগটের বাদ হওয়ার পর থেকেই সমালোচিত হন পি টি ঊষা। তাঁর বিরুদ্ধে বন্ধ দরজার পিছনে রাজনীতির অভিযোগ করেছিলেন ভীনেশ। তাছাড়া পি টি ঊষার বিরুদ্ধে অ্যাসোসিয়েশনের মধ্যে 'থ্রেট কালচার' বা 'হুমকি সংস্কৃতি'র অভিযোগ করেছিলেন সংস্থার অন্যান্য কর্তারা।

অলিম্পিক অ্যাসোসিয়েশনের কর্তারা অভিযোগ করেছিলেন, যুক্তিযুক্ত কারণ ছাড়াই পি টি ঊষা একাধিক কর্তাকে শোকজ নোটিশ পাঠাচ্ছেন। নিয়ম বহির্ভূত কাজ করে চলেছেন পি টি ঊষা। তাঁর বিরুদ্ধে পরিমাণের তুলনায় অতিরিক্ত খরচের অভিযোগও করেন কর্তারা।

মেরি কম
IND vs NZ: ঘরের মাঠে লজ্জার রেকর্ড ভারতের! নিউজিল্যান্ডের বিরুদ্ধে ০ রানে ফিরলেন ৫ ব্যাটার
মেরি কম
ISL 2024-25: শনিবারের ডার্বির টিকিট বিক্রি শুরু, কীভাবে সংগ্রহ করবেন জেনে নিন

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in