প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশন (chef-de-mission) পদ থেকে আচমকাই ইস্তফা দিলেন ছ'বারের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। ব্যক্তিগত কারণ দেখিয়ে এই পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। গত ২১ মার্চ মেরিকে প্যারিস অলিম্পিক্সের শেফ দ্য মিশনের দায়িত্ব দিয়েছিল ভারতীয় অলিম্পিক সংস্থা (IOA)।
শুক্রবারই ওই পদ থেকে সরে দাঁড়ান মেরি কম। পদ থেকে ইস্তফা দেওয়ার কথা চিঠির মাধ্যমে ভারতীয় অলিম্পিক্স সংস্থার প্রধান পিটি ঊষাকে জানান তিনি। চিঠিতে মেরি কম লেখেন, "দেশের সমস্ত কাজে নিজেকে নিয়োজিত করতে পারলে গর্ববোধ করি। আমি মানসিক ভাবেও প্রস্তুত ছিলাম এই পদে কাজের জন্য। কিন্তু কিছু ব্যক্তিগত কারণের জন্য এই পদে থেকে আমি কাজ করতে পারবো না। আমি সত্যিই দুঃখিত।"
তিনি আরও লেখেন, "প্রতিশ্রুতিবদ্ধ জায়গা থেকে পিছিয়ে আশা খুবই অস্বস্তিদায়ক। যা আমি খুব কম করি। কিন্তু আমার কাছে কোনো বিকল্প নেই। আমি আমার দেশ এবং অলিম্পিক্সে অংশগ্রহণকারী সমস্ত ক্রীড়াবিদদের পাশে আছি। আমি চাই তাঁরা অনেক পদক জিতুক"।
পিটি ঊষা এই প্রসঙ্গে এক বিবৃতিতে জানান, আমরা দুঃখিত যে অলিম্পিক পদক জয়ী বক্সার মেরি কম ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। আমরা তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাই। আমার এবং ভারতীয় অলিম্পিক্স কমিটির সমর্থন সবসময় মেরি কমের সাথে আছে। আমাদের আবার একটি বৈঠকে বসতে হবে। মেরি কমের জায়গা পূরণ করার জন্য নতুন কাউকে বেছে নিতে হবে।
অনেকে মনে করছেন মণিপুর হিংসা নিয়ে কেন্দ্রের ভূমিকায় অসন্তুষ্ট ছিলেন মেরি কম। সেই কারণে এই পদ থেকে পদত্যাগ করলেও করতে পারেন। তবে নির্দিষ্ট করে তিনি কিছুই বলেননি। উল্লেখ্য, গত বছর মে মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংকে ট্যাগ করে হিংসার ছবি এক্স-এ (পূর্বতন ট্যুইট) শেয়ার করে মেরি লিখেছিলেন, "আমার রাজ্য মণিপুর জ্বলছে, দয়া করে সাহায্য করুন।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন