ভারতীয় কুস্তি ফেডারেশনের বর্তমান সভাপতি সঞ্জয় সিং-র বিরুদ্ধে সরব হলেন তারকা কুস্তিগীর ভীনেশ ফোগট। তাঁর আশঙ্কা, আসন্ন প্যারিস অলিম্পিক্সের যোগ্যতা অর্জন পর্বে তাঁকে ডোপিং-এ অভিযুক্ত করে আটকে দেওয়া হতে পারে। আর এই চক্রান্ত করতে পারেন 'ব্রিজভূষণ ঘনিষ্ঠ' সঞ্জয় সিং।
শুক্রবার এই আশঙ্কা প্রকাশ করেছেন দেশের অন্যতম সফল মহিলা কুস্তিগীর ভীনেশ ফোগট। সঞ্জয় সিং সভাপতি পদে জয়ী হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করে আসছেন ভীনেশ। সোশ্যাল মিডিয়ায় ভীনেশ জানান, অলিম্পিক্সে যোগ্যতা অর্জনের জন্য যে সকল কোচকে বাছাই করা হয়েছে তাঁরা সকলেই ব্রিজভূষণ এবং সঞ্জয় সিং ঘনিষ্ঠ। হতেই পারে তাঁরা চক্রান্ত করে আমাকে ফাঁসিয়ে দিল। আমার জলের মধ্যে মাদক জাতীয় কিছু বা নিষিদ্ধ কিছু মিশিয়ে দিয়ে ডোপিং-র দায়ে আমাকে বাদ দিতে পারেন।
তিনি আরও আশঙ্কা করেন, "আমাদের মানসিক ভাবেও হেনস্থা করা হতে পারে। অলিম্পিক্সের আগে এই ধরণের পরিস্থিতির শিকার হলে খেলায় মনোযোগ দেওয়া কঠিন হয়ে যাবে। সকলের দেখা উচিত আমরা যেন কোনো রাজনৈতিক চক্রান্তের শিকার না হই। আমি প্রথম থেকেই ব্যক্তিগত কোচ রাখার জন্য ভারতীয় ক্রীড়ামন্ত্রকের কাছে অনুমতি চাইছি। কিন্তু এখনও পর্যন্ত আমাকে অনুমতি দেওয়া হয়নি। আমাদের অপরাধ কি এটাই যে যৌন হেনস্থার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলাম? আমাদের জীবন নিয়ে এখন কর্মকর্তারা খেলা করতে চাইছেন।"
যৌন হেনস্থায় অভিযুক্ত হয়ে ভারতীয় কুস্তি ফেডারেশনের তৎকালীন সভাপতি ব্রিজভূষণ সিং পদ থেকে অপসারিত হলে, গত ডিসেম্বর মাসে কুস্তি ফেডারেশনের সভাপতি পদ পূরণের জন্য নির্বাচন হয়েছিল। সঞ্জয় সিং এবং কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী অনিতা শিওরান প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। নির্বাচনে ৪৭টি ভোটের মধ্যে ৪০টিই পেয়েছিলেন সঞ্জয় সিং। বাকি ৭টি পান অনিতা। তারপর থেকেই একের পর এক কুস্তিগির বর্তমান সভাপতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করতে থাকেন।
সেই সময়ও সরব হয়েছিলেন ভীনেশ। তিনি বলেছিলেন, দেশে "কীভাবে ন্যায় বিচার পাওয়া যাবে তার কোনো সমাধানই খুঁজে পাচ্ছি না। আমাদের ভবিষ্যত অন্ধকারে। আমরা কোথায় যাবো, কী করবো কিচ্ছু বুঝতে পারছি না। সঞ্জয় সিং সভাপতি হওয়ায় ফের মহিলা কুস্তিগিররা নির্যাতনের শিকার হবে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন