বিশ্বকাপ শেষ হলেও বিতর্কের শেষ নেই। রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থেকেছে গোটা ফুটবল বিশ্ব। ম্যাচের পর থেকেই মেসির দ্বিতীয় গোল বাতিলের জন্য সরব হয়েছে ফরাসিরা। রেফারির বিরুদ্ধেও তারা ক্ষোভ উগরে দিয়েছেন। সেই গোল প্রসঙ্গে পাল্টা দিতে গিয়ে এবার নিজেই বিপাকে পড়লেন রেফারি মার্সিনিয়াক।
সাংবাদিকদের সামনে মার্সিনিয়াক একটি ছবি দেখিয়ে বলেন, ফরাসিরা এই ছবিটির কথা বলছে না তো। এমবাপ্পে যখন গোল করল তখন মাঠের মধ্যে প্রায় সাতজন ফ্রেঞ্চ ফুটবলার ঢুকে পড়েছিল। সেইক্ষেত্রে এমবাপ্পের গোলটিও বৈধ নয়।
নতুন বিতর্কের শুরু ওই ছবিটি ঘিরে। একজন সোশ্যাল মিডিয়ায় লেখেন, সত্যি এটি খুব লজ্জার। ফাইনালে এমন রেফারি পাওয়া। তিনি এখন ভুল ছবি দেখিয়ে বলছেন এমবাপ্পের গোল বৈধ নয়। ওই ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে ওটা এমবাপ্পের গোল ছিল না। ম্যাচের শেষের দিকে মুয়ানির একটি অসাধারণ শট মার্টিনেজ সেভ করেন। গোল হতে পারে ভেবেই উচ্ছ্বাসে মাঠের মধ্যে ঢুকে পড়েন তাঁরা। এমনকি রেফারির সিদ্ধান্তের বিরুদ্ধে ফরাসিরা প্রায় ২ লক্ষ সই সংগ্রহ করেছিল। তাঁদের দাবি পুনরায় ফাইনাল ম্যাচ খেলাতে হবে।
উল্লেখ্য, ফাইনাল শেষের পরের দিনই আর্জেন্টিনার তৃতীয় ও মেসির দ্বিতীয় গোল অবৈধ বলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিল একাংশ। অনেকে অভিযোগ করছেন মেসির দ্বিতীয় গোলটি বাতিল করা উচিত। কারণ মেসি গোল করার আগেই মাঠের সাইড লাইন ক্রস করেছিল আর্জেন্টিনার রিজার্ভ বেঞ্চের প্লেয়াররা। যা ফুটবলের নিয়ম বহির্ভূত।
ফরাসি সংবাদমাধ্যম L'Equipe-এ লেখা হয়েছিল, 'যদি নামরা কঠোর নিয়ম প্রয়োগ করি তবে গোলটি অবৈধ। হুগো লরিসের সেভ করা বল যখন মেসি গোলে ঠেলে দেন তার আগেই আর্জেন্টিনার কয়েকজন আবেগপ্রবণ ফুটবলার মাঠের মধ্যেই উদযাপন করতে চলে আসেন। যা কঠোরভাবে নিষিদ্ধ'।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন