কলকাতা নাইট রাইডার্সের হেড কোচ ব্রেন্ডন ম্যাককুলামের তীব্র সমালোচনা করলেন প্রাক্তন পাক অধিনায়ক সালমান বাট। সাফ জানিয়ে দিলেন "ভয়-ডর হীন ক্রিকেটের আড়ালে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট নিয়ে এসেছেন" কিউই অধিনায়ক। কোচ হিসেবে ম্যাককুলামের কোনো গেম প্ল্যানই নেই বলে মনে করেন নাইটদের হয়ে প্রথম মরশুমে খেলা বাট।
সালমান বাট তাঁর ইউটিউব শো চলাকালীন অনুরাগীদের প্রশ্নের উত্তরে কড়া নিন্দা করেন ম্যাককুলামের। প্রাক্তন পাক অধিনায়ক বলেন, কিউইরা পরিস্থিতি এবং প্রতিপক্ষকে উপেক্ষা করে শুধু আক্রমণ করতেই জানে।
বাট বলেন, "ম্যাককুলামের বেশ কিছু সমস্যা আছে। সে মাঠের লড়াই করার একটাই উপায় জানে। পিচ, মাঠ, কত রান তোলা যাবে, নির্দিষ্ট প্রতিপক্ষের বিপক্ষে কীভাবে খেলতে হবে এসব কিছুই জানে না। সে শুধু বলে খোলা মনে খেল, দ্রুত রান করো। মাঝে মাঝে মনে হয় কলকাতা ভয়ডরহীন ক্রিকেটের বদলে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলছে।"
পাশাপাশি, একজন অনুরাগী যখন কেকেআর অধিনায়ক শ্রেয়স আইয়ারের টিম নির্বাচনে হস্তক্ষেপ করার বিষয়ে কোচ এবং সিইওর মন্তব্য সম্পর্কে জিজ্ঞাসা করেন তখন বাট বলেন," দলকে একটু-আধটু ছাড় দেওয়া উচিত। যখন কাউকে অধিনায়ক করা হয়, তখন ভুল করার অনুমতিও দেওয়া উচিত। অধিনায়ক তোমার পিয়ন নয় যে তোমার সব নির্দেশ অনুসরণ করবে।"
চলতি মরশুমে কেকেআরের প্রদর্শন হতাশাজনক। পয়েন্ট তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে তারা। প্লে অফের দৌড়ে নিজেদের টিকিয়ে রাখলেও সে আশা প্রায় নেই বললেই চলে। এই আইপিএলের শেষেই আবার কলকাতার সাথে সম্পর্ক ছিন্ন হচ্ছে ম্যাককুলামের। তার কারণ ইংল্যান্ডের টেস্ট কোচের দায়িত্ব তুলে নিয়েছেন তিনি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন