ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক হিসেবে কাকে দেখতে চান মহম্মদ আজহারউদ্দীন?

সম্প্রতি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। নির্বাচকেরা এখনও ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ককে বেছে নেননি। পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা লেগেই রয়েছে।
মহম্মদ আজহারউদ্দীন
মহম্মদ আজহারউদ্দীনফাইল ছবি
Published on

সম্প্রতি ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। নির্বাচকেরা এখনও ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ককে বেছে নেননি। পরবর্তী টেস্ট অধিনায়ক কে হবে তা নিয়ে জল্পনা লেগেই রয়েছে। তবে ক্রিকেট বিশেষজ্ঞরা এই লড়াইয়ে এগিয়ে রাখছেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুলকে। ভারতের প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দীন অবশ্য রোহিত শর্মাকেই দীর্ঘ ফর্ম্যাটের যোগ্য দাবিদার হিসেবে দেখছেন।

একটি সংবাদসংস্থা আজহারউদ্দীনকে প্রশ্ন করেন, ভারতের পরবর্তী টেস্ট অধিনায়ক কাকে করা উচিত? যিনি ৫-৬ বছর দলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন? এই প্রশ্নের উত্তরে আজহার বলেন, "৫-৬ বছর অনেক দীর্ঘ সময়। অবশ্যই, আপনার দীর্ঘমেয়াদী সন্ধান করা উচিত তবে একই সাথে সাম্প্রতিক পরিস্থিতির দিকে নজর রাখা উচিত। আপনি একজন অনভিজ্ঞ খেলোয়াড়কে শুধু ভবিষ্যতের পরিকল্পনা করে অধিনায়কত্ব দিতে পারবেন না, এতে সমস্যা দেখা দিতে পারে।"

আজহারউদ্দীন চান রোহিতের কাঁধেই তুলে দেওয়া হোক টেস্ট অধিনায়কত্বের দায় ভার। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেন," আমি মনে করি রোহিত শর্মা একজন ভালো খেলোয়াড় এবং তিনি খুব ভালো অধিনায়ক হতে পারেন। আগামী দুই থেকে তিন বছর ক্রিকেট খেলতে পারবেন, হয়তো আরও বেশি খেলতে পারবেন, তবে তার হ্যামস্ট্রিং সমস্যা বেশ কয়েকবার সামনে আসায় ফিটনেসটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে।"

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর আচমকাই ভারতের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। এর আগে টি-টোয়েন্টি দলের অধিনায়কত্বও ছেড়ে ছিলেন তিনি। পরবর্তীতে ওডিআই দলের অধিনায়কত্ব থেকে সরানো হয় বিরাটকে।টি-টোয়েন্টি এবং ওডিআই দলের অধিনায়কত্ব তুলে দেওয়া হয়েছে রোহিত শর্মার হাতে। এবার দেখার বিষয় টেস্টের অধিনায়ক হিসেবে কাকে বেছে নেন জাতীয় দলের নির্বাচকেরা।

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in