ICC Women’s T20 WC: অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আইসিসি টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়লেন মেগ ল্যানিং

নজির গড়লেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আইসিসি টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়লেন তিনি। পেছনে ফেললেন স্বদেশীয় কিংবদন্তী রিকি পন্টিংকে।
মেগ ল্যানিং
মেগ ল্যানিংছবি - ট্যুইটার
Published on

দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে রেকর্ড ষষ্ঠ বারের মতো আইসিসি উইমেন্স টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব ঘরে তুলেছে অস্ট্রেলিয়া। এই শিরোপা জয়ের সাথে সাথেই নজির গড়লেন অজি অধিনায়ক ম্যাগ ল্যানিং। অধিনায়ক হিসেবে সর্বোচ্চ আইসিসি টুর্নামেন্ট জয়ের রেকর্ড গড়লেন তিনি। পেছনে ফেললেন স্বদেশীয় কিংবদন্তী রিকি পন্টিংকে।

রিকি পন্টিং অধিনায়ক হিসেবে তাঁর বর্ণোজ্বল ক্যারিয়ারে জিতেছেন চারটি আইসিসি ট্রফি। ২০০৩ সালে ও ২০০৭ সালে ওডিআই বিশ্বকাপ এবং ২০০৬ সালে ও ২০০৯ সালে চ্যাম্পিয়নস ট্রফি জেতেন পন্টিং। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে পন্টিংকে পেছনে ফেললেন ল্যানিং।

অস্ট্রেলিয়ার মহিলা দলের অধিনায়ক এখন সর্বোচ্চ পাঁচ'টি আইসিসি ট্রফি জয়ের মালিক। যার মধ্যে চারটি রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং একটি ওডিআই বিশ্বকাপ। ২০১৪, ২০১৮, ২০২০ এবং ২০২৩ সালে তাঁর অধিনায়কত্বেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে অস্ট্রেলিয়ার মহিলা ব্রিগেড। ২০২২ সালে জেতে আইসিসি ওডিআই বিশ্বকাপ।

এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের মহেন্দ্র সিং ধোনি। তিনটি আইসিসি ট্রফি জিতেছেন ভারতের প্রাক্তন অধিনায়ক। ২০০৭ সালে জেতেন টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ সালে জেতেন ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালে চ্যাম্পিয়নস ট্রফি।

গতকাল ফাইনালে বেথ মুনির অপরাজিত ৭৪* রানের সৌজন্যে দক্ষিণ আফ্রিকার সামনে ১৫৭ রানের লক্ষ্য রাখে অস্ট্রেলিয়া। জবাবে ব্যাট করতে নেমে লরা উলভার্ডটের লড়াকু ৬১ রানেও শেষ রক্ষা হয়নি। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৬ রানেই থেমে যায় প্রোটিয়া বাহিনী। ১৯ রানে ম্যাচ জিতে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের হ্যাটট্রিক করে অস্ট্রেলিয়া দল।

মেগ ল্যানিং
অ্যান্ডারসনের মুকুটে নতুন পালক, মুরলিধরনকে পেছনে ফেলে নতুন নজির ব্রিটিশ তারকার

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in