ফুটবলের প্রতিভা তুলে আনতে এবার বাজারে আসছে Hello superstars নামক অ্যাপ। যার আরেক নাম দেওয়া হয়েছে ই-ট্যালেন্ট হান্ট। আপাতত বাংলাদেশ ও ভারত থেকে এই অ্যাপের মাধ্যমে ফুটবলার তুলে আনা হবে। আন্তর্জাতিক স্পোর্টস ম্যানেজমেন্ট টিএইচ গ্লোবাল ফুটবল ক্যাম্পের হাত ধরেই এই Hello superstars অ্যাপের আত্মপ্রকাশ হচ্ছে বাংলাদেশ ও ভারতে।
অনূর্ধ্ব-১৩ ও ১৫ বছরের ফুটবলাররা এই অ্যাপের মাধ্যমে নিজেদের দক্ষতা তুলে ধরার সুযোগ পাবে। ভারত থেকে যেসব প্রতিভাবান ফুটবলার অ্যাপের মাধ্যমে আসবে তাদের পরীক্ষা করে দেখে নেওয়ার দায়িত্ব পেয়েছেন মেহেতাব হোসেন, রহিম নবি এবং অ্যালভিটো ডিকুনহা। বাংলাদেশ ও ভারত থেকে নির্বাচিত মোট ২৪ জন ফুটবলার রিয়েল মাদ্রিদে গিয়ে ফুটবল ট্রেনিংয়ের সুযোগ পাবে।
সোমবার কলকাতার এক পাঁচতারা হোটেলে সাংবাদিক সম্মেলন করেন Hello superstars-র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কামরুল হাসান। তিনিই এই ঘোষণা করেছেন। এই প্রসঙ্গে মেহেতাব হোসেন বলেন, "এখন ডিজিটাল যুগ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফুটবল প্রতিভা তুলে ধরার এই প্রক্রিয়া ভারতে প্রথম। আশাকরি ফুটবল প্রতিভা তুলে আনা যাবে"।
রহিম নবি ও অ্যালভিটো ডিকুনহা জানান, বড় মঞ্চে পৌঁছতে গেলে একটা সিস্টেমের মধ্যে পৌঁছতে হবে। Hello superstars যে ভাবে এগিয়ে এসেছে তাতে ফুটবলের পক্ষে ইতিবাচক দিক। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজপরিবারের সদস্যা ও টিএইচ গ্লোবাল ফুটবল সংস্থার ডিরেক্টর সুজানা বিন্তি আবদুলাহ। তিনি বলেন, 'এমন প্রক্রিয়ায় ভারত ও বাংলাদেশ থেকে ভালো মানের ফুটবলার উঠে আসবে'। আগামী ১ নভেম্বর থেকে ৩০ এপ্রিল পযর্ন্ত অর্থাৎ ৬ মাস ফুটবলের 'ই-ট্যালেন্ট হান্ট'-র কাজ হবে।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন