FIFA World Cup 22: ম্যাচ সেরা হয়েও সতীর্থকে পুরস্কার তুলে দিয়েছেন মেসি! আসল সত্যিটা কী?

FIFA World Cup Stats নামক একটি ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টের তরফ থেকে দাবি করা হয়েছে - গতকালের ম্যাচের জন্য ম্যাচ সেরা বেছে নেওয়া হয়েছে সাত বারের ব্যালন ডি'অর জয়ী মেসিকে।
মেসি ও ম্যাক অ্যালিস্টার
মেসি ও ম্যাক অ্যালিস্টারছবি - ফিফা ওয়ার্ল্ড কাপ স্ট্যাটের ট্যুইটার হ্যান্ডেল
Published on

প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হারের পর দুর্দান্ত প্রত্যাবর্তন করেছে লিওনেল স্কালোনির দল। পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে গ্রুপ টপার হয়েই শেষ ষোলোতে পা রেখেছে লিওনেল মেসিআর্জেন্টিনা। গতকাল পোলিশদের বিপক্ষে আলবিসেলেস্তেদের হয়ে গোল করেছেন ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ান আলভারেজ।

FIFA World Cup Stats নামক একটি ভেরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্টের তরফ থেকে দাবি করা হয়েছে - গতকালের ম্যাচের জন্য ম্যাচ সেরা বেছে নেওয়া হয়েছে সাত বারের ব্যালন ডি'অর জয়ী মেসিকে। ফিফার অফিসিয়াল পেজেও তা দেখানো হয়েছে ( যদিও অফিসিয়াল পেজে এমন কিছু নেই)। কিন্তু পোলিশদের বিপক্ষে দুর্দান্ত ফুটবল খেলা ম্যাক অ্যালিস্টারকে এই পুরস্কার তুলে দেন আর্জেন্টাইন মহাতারকা। অ্যালিস্টারের মনোবল বাড়াতেই এমনটা করেছেন বলে বলে দাবি করা হয়েছে। যদিও পিপলস রিপোর্টার এই তথ্যের সত্যতা যাচাই করেনি।

গতকাল প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল আর্জেন্টিনার। কিন্তু পেনাল্টি উপহার পেয়েও তা কাজে লাগাতে পারেননি মেসি। স্পট কিক আটকে দেন পোলিশ গোলরক্ষক শেজনি। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় আলবিসেলেস্তেরা। স্কালোনির দলকে এগিয়ে দেন ম্যাক অ্যালিস্টার।

৪৬ মিনিটের মাথায় নাহুয়েল মোলিনার ক্রস থেকে আর্জেন্টিনাকে অক্সিজেন এনে দেন অ্যালিস্টার। আর্জেন্টিনার জার্সিতে এটিই তাঁর প্রথম গোল। বিশ্বকাপে প্রথম গোল পাওয়া অ্যালিস্টার দুর্দান্ত প্রদর্শন করে যান ম্যাচ জুড়ে। মেসির পেনাল্টি মিসের পর হতাশ ফ্যানদের উজ্জীবিত করেন তিনিই। লিওনেল মেসি তাই নিজের ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার তুলে দেন ম্যাক অ্যালিস্টারের হাতে।

এই ম্যাচে পোল্যান্ড হারলেও শেষ ষোলো নিশ্চিত করে ফেলেছে তারা। মেক্সিকোর কাছে সৌদি আরব হেরে যাওয়ায় দ্বিতীয় স্থানে থেকে পরের রাউন্ডে গিয়েছেন রবার্ট লেভনডস্কিরা। ১৯৮৬ সালের পর আবার নক-আউট রাউন্ডে গেল পোল্যান্ড। অন্যদিকে থমকে গেলো মেক্সিকোর ধারা। ৪৪ বছর পর এই প্রথম বার গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হলো তাদের।

মেসি ও ম্যাক অ্যালিস্টার
FIFA World Cup 22: ২০০২ বিশ্বকাপে ছিলেন অধিনায়ক, এবার কোচ হিসেবে দেশকে নিয়ে গেলেন নকআউটে

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in