১৪ বছর পর ফের ভারতে আসতে চলেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। এমনটাই দাবি করলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। শুধ মেসি একা নন গোটা আর্জেন্টিনা দলকেই ভারতের নিয়ে আসার পরিকল্পনা করছে কেরল।
পেলে, মারাদোনা, রোনাল্ডিনহো সহ বিশ্ব ফুটবলের একাধিক তারকা ভারতে এসেছিলেন। এমনকি ২০১১ সালে কলকাতায় এসেছিলেন লিও মেসিও। তাঁর পায়ের জাদুতে মেতেছিলেন সমগ্র কলকাতাবাসী। ফের একবার ভারতে আসতে চলেছেন তিনি।
কেরালার ক্রীড়ামন্ত্রী বলেন, '২০২৫ সালে কেরালাতে ম্যাচ খেলতে আসবে আর্জেন্টিনা'। মেসি সহ গোটা আর্জেন্টাইন দলকে ভারতে আনতে গেলে বিপুল পরিমাণ খরচ হবে। সে বিষয়ে ক্রীড়ামন্ত্রী জানান, রাজ্যের সমস্ত ব্যবসায়ীদের সাথে আমাদের কথা হয়েছে। তাঁরা এই খরচ বহন করবেন বলে আশ্বাস দিয়েছেন। হাই প্রোফাইল ফুটবল ইভেন্ট করার জন্য তাঁরা সাহায্য করবেন।
তবে মেসি আসবেন কিনা তা এখনও পুরোপুরি নিশ্চিত নয়। কিছুদিনের মধ্যেই আর্জেন্টিনা থেকে প্রতিনিধি দল আসার কথা রয়েছে কেরালায়। পুরো পরিকাঠামো খতিয়ে দেখবেন তাঁরা। প্রতিনিধি দলের দেওয়া রিপোর্টের ভিত্তিতেই ভারতের মাটিতে মেসির আসা নির্ভর করছে।
উল্লেখ্য, ২০২৩ সালে কলকাতায় এসেছিলেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। সেই সময় তিনি বলেছিলেন, "এটাই আমার শেষ কলকাতা আসা নয়। আমি আবার কলকাতায় আসবো। তবে আবার যখন আসবো তখন মেসিও আসবে। আমরা দুজনে আর্জেন্টিনার জার্সি গায়ে খেলব"। সম্ভবত স্থানটি কলকাতার বদলে এবার কেরালা হতে চলেছে।
জানা যাচ্ছে কেরালায় এসে দুটি ম্যাচ খেলতে পারে আর্জেন্টিনা। কেরালার কোচি স্টেডিয়ামেই ম্যাচ হওয়ার কথা। ভারতে মেসি আসার খবর ছড়িয়ে পড়তেই ফুটবলপ্রেমীদের উন্মাদনা চোখে পড়ার মতো।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন