স্পেন, ফ্রান্সের পর এবার মার্কিন যুক্তরাষ্ট্রের পাড়ি জামাতে চলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে মেজর লীগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিত চলেছেন বাঁ পায়ের জাদুকর।
মেসি যে প্যারিস ছাড়তে চলেছেন তা প্রায় একপ্রকার নিশ্চিত ছিল। তবে তাঁর পুরনো ক্লাব বার্সেলোনাতে নাকি সৌদির ক্লাব আল হিলালে যাবেন সেটা নিয়েই তৈরি হয়েছিল জল্পনা। তবে সকল জল্পনা উড়িয়ে দিয়ে ৩৫ বছর বয়সী তারকা যোগ দিচ্ছেন ইন্টার মায়ামিতে। মেসি ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে যুক্তরাষ্ট্রের মেজার লীগ সকার।
মেসির বর্তমান ক্লাব পিএসজির সাথে চুক্তি শেষ হচ্ছে ৩০ জুন। সূত্র জানা যাচ্ছে ১ জুলাই থেকেই ইন্টার মায়ামির হয়ে মাঠে নামবেন মেসি। এমএলএস সূত্রে খবর, মেসি নাকি তাদের জানিয়েছেন, ইন্টার মায়ামিতেই যোগ দেবেন। তবে তা এখনও ১০০ শতাংশ নিশ্চিত নয়।
সূত্র মারফত আরও জানা যাচ্ছে, আল হিলাল বিপুল পরিমাণ অর্থ নিয়ে মেসিকে কেনার জন্য ঝাঁপালেও মেসি তাঁদের এখনই সৌদিতে যেতে রাজি নন। আল হিলাল মরসুম পিছু ৪ হাজার কোটি টাকারও বেশি প্রস্তাব দিয়েছিল। অন্যদিকে স্পেনের ক্লাব বার্সেলোনাও অফিসিয়ালি কিছু জানায়নি।
উল্লেখ্য, ইন্টার মায়ামিতে যোগ দিয়ে তিনি ক্লাবের পাশাপাশি স্পনসরদের কাছ থেকেও বিপুল পরিমাণ অর্থ উপায় করবেন। মেজর লীগ সকারের সাথে চুক্তিবদ্ধ অ্যাডিডাস ও অ্যাপল। মেজর লীগ সকার দেখানো হয় অ্যাপল টিভি প্লাসে। মেসি এলে দর্শকের সংখ্যা আরও বৃদ্ধি পাবে। ফলে বেশি অর্থ উপায় হবে। তার একটি অংশ অ্যাপল মেসিকে দেবে। অ্যাডিডাসের ভাবনাও একই। অ্যাডিডাস তাদের লাভ করা অর্থের একটি অংশ আর্জেন্টাইন তারকাকে দেবে। সবমিলিয়ে প্রতি মরসুমে ৮০০ কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করবেন মেসি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন