ইউরোপ ছাড়ার পর লিওনেল মেসিকে নিয়ে এই প্রথম মুখ খুললেন পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোলান্ডো। এক সাক্ষাৎকারে তিনি বলেন, মেসি তাঁর বন্ধু নয়। পেশাদার সতীর্থ।
ইউরোপ ছেড়ে যাওয়ার পর থকেই সকল ফুটবলপ্রেমীদের মধ্যে একটাই প্রশ্ন ঘোরাফেরা করছিল তাহলে কি মেসি বমান রোনাল্ডো লড়াই শেষ? যার উত্তর নিজেই দিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। এক পর্তুগিজ সংবাদপত্রে তিনি জানান, "আমি এমনটা মনে করছি না যে আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা শেষ হয়ে গেছে। সমর্থকরা আমাদের প্রতিদ্বন্দ্বিতাকে ভালোবাসেন। যারা রোনাল্ডোকে পছন্দ করেন তাদের দরকার নেই মেসিকে ঘৃণা করা আবার উল্টো দিকেও একই নীতি মেনে চলতে হবে। আমরা দুজনেই ভালো খেলেছি ফুটবলের ইতিহাস কার্যত বদলে দিয়েছি। গোটা বিশ্বের কাছ থেকে আমরা সম্মানিত হয়েছি এর থেকে বড় কিছু আর হতে পারে না।"
রোনাল্ডো এখন খেলছেন সৌদি লিগের ক্লাব আল নাসারের হয়ে এবং মেসি খেলছেন মেজর সকার লিগের ক্লাব ইন্টার মায়ামির হয়ে। বিশ্ব ফুটবলের দুই মহাতারকাকে ছাড়াই এবারে ইউরোপে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স লিগ। তাঁদের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন উঠছে। সিদ্ধান্ত প্রসঙ্গেও মুখ খোলেন সিআর সেভেন।
রোনাল্ডো বলেন, "ইউরোপের বাইরে খেলা নিয়ে সে তার পথ অবলম্বন করেছে এবং আমি আমার পথ বেছে নিয়েছি। আমার মনে হচ্ছে আমরা দুজনেই ভালো পারফর্ম করছি। উত্তরাধিকার অবশ্যই বেঁচে আছে তবে আমি আমাদের মতো প্রতিদ্বন্দ্বিতা কারুর মধ্যে দেখতে পাচ্ছিনা। আমি এটা বলছি না যে মেসি আমরা বন্ধু, আমরা কখনোই একসাথে ডিনার করিনি। তবে আমরা পেশাদার সহকর্মী এবং একে অপরকে সম্মান করি।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন