Ballon d'Or: ১৭ বছরে এই প্রথম ব্যালন ডি'অরের মনোনয়নই পেলেন না মেসি, রেকর্ড রোনাল্ডোর

ক্যাম্প ন্যূ ছেড়ে পার্ক দেস প্রিন্সেসে পাড়ি জমানো লিওনেল মেসি মনোনয়নই পেলেন না এবারের ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকাতে। ২০০৫ সালের পর এই প্রথমবার মনোনয়ন পেলেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী।
মেসি এবং রোনাল্ডো
মেসি এবং রোনাল্ডো ফাইল ছবি
Published on

বার্সেলোনায় থাকাকালীন ব্যালন ডি'অরের দৌড়ে তিনি ছিলেন নিয়মিত মুখ। কিন্তু ক্যাম্প ন্যূ ছেড়ে পার্ক দেস প্রিন্সেসে পাড়ি জমানো লিওনেল মেসি মনোনয়নই পেলেন না এবারের ব্যালন ডি'অরের প্রাথমিক তালিকাতে। ২০০৫ সালের পর এই প্রথমবার ব্যালন ডি'অরের জন্য মনোনয়ন পেলেন না রেকর্ড সাত বারের ব্যালন ডি'অর জয়ী। মেসির পাশাপাশি মনোনয়ন পেলেন না তাঁর পিএসজি সতীর্থ নেইমারও। তবে মেসি-নেইমার না থাকলেও রেকর্ড গড়ে ৩৮ বছর বয়সে এসেও ব্যালন ডি'অর জয়ের দৌড়ে থাকলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ফুটবল ইতিহাসের একমাত্র খেলোয়াড় হিসেবে রেকর্ড ১৮তম বারের মতো বর্ষসেরা ফুটবলারের জন্য মনোনীত হয়েছেন এই পর্তুগিজ মহাতারকা।

ব্যালন ডি'অর অর তথা বর্ষসেরা ফুটবলারের জন্য প্রাথমিকভাবে ৩০ জনের নাম প্রকাশ করেছে ফ্রান্স ফুটবল। যেখানে দীর্ঘ ১৭ বছর পর জায়গা হয়নি লিওনেল মেসির। গত মরশুমের শুরুতে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে সময়টা ভালো কাটেনি আর্জেন্টান মহাতারকার। ক্লাবের জার্সিতে যে মেসিকে দেখে অভ্যস্ত গোটা ফুটবল দুনিয়া সেই মেসির দেখাই পাওয়া যায়নি প্যারিসিয়েনদের জার্সিতে।

প্রাথমিক তালিকাতে রোনাল্ডো থাকলেও এবার ব্যালন জয়ের দৌড়ে ফেভারিট ধরা হচ্ছে রিয়াল মাদ্রিদের ফরাসী স্ট্রাইকার করিম বেনজেমাকে। ফ্রান্স ফুটবল কর্তৃক প্রকাশিত এই ৩০ জনের মধ্যে যেকোন একজনের হাতে উঠবে পুরস্কার। আগামী ১৭ অক্টোবর জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীর হাতে তুলে দেওয়া হবে এবারের ব্যালন ডি'অর।

২০১৮ সালে ব্যালন ডি'অর জিতেছিলেন রিয়াল মাদ্রিদের ক্রোয়েট মিডফিল্ডার লুকা মড্রিচ।এবার রোনাল্ডো ব্যালন ডি'অর না জিতলে ২০০৮ সালের পর দ্বিতীয়বার মেসি-রোনাল্ডো ব্যতীত অন্য ফুটবলারের হাতে উঠবে এই সম্মান।

ব্যালন ডি'অরের জন্য বাছাই করা ৩০ জনের তালিকা: ১. থিবো কার্তোয়া (রিয়াল মাদ্রিদ) ২. রাফায়েল লিয়াও (এসি মিলান) ৩. ক্রিস্টোফার এনকুকু(আরবি লিপজিগ) ৪. মহম্মদ সালাহ (লিভারপুল) ৫. জোশুয়া কিমিখ (বায়ার্ন মিউনিখ)৬. ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল) ৭. ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ) ৮. বার্নার্ডো সিলভা (ম্যাঞ্চেস্টার সিটি) ৯. লুইস দিয়াজ (লিভারপুল) ১০. রবার্ট লেভনডস্কি (বার্সেলোনা)১১. রিয়াদ মাহরেজ (ম্যাঞ্চেস্টার সিটি) ১২. ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড) ১৩. অ্যান্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ) ১৪. কেভিন ডি'ব্রুইন (ম্যাঞ্চেস্টার সিটি)১৫. লুকা মড্রিচ (রিয়াল মাদ্রিদ) ১৬. আর্লিং ব্রুট হলান্ড (ম্যাঞ্চেস্টার সিটি) ১৭. দুসান ভ্লাহোভিচ (জুভেন্তাস) ১৮. জোয়াও ক্যানসেলো (ম্যাঞ্চেস্টার সিটি) ১৯. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি) ২০. ভার্জিল ভ্যান ডাইক (লিভারপুল) ২১. ক্যাসিমিরো (রিয়াল মাদ্রিদ) ২২. সন হিউং-মিন (টটেনহ্যাম) ২৩. ফ্যাবিনহো (লিভারপুল) ২৪. করিম বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ) ২৫. মাইক মিগনান (এসি মিলান) ২৬. হ্যারি কেন (টটেনহ্যাম) ২৭. ডারউইন নুনেজ (লিভারপুল) ২৮. ফিল ফোডেন (ম্যাঞ্চেস্টার সিটি) ২৯. সাদিও মানে (বায়ার্ন মিউনিখ) ৩০. সেবাস্তিয়ান হালার (বরুশিয়া ডর্টমুন্ড)

মেসি এবং রোনাল্ডো
জোড়া গোল করে পর্তুগালকে জেতালেন রোনাল্ডো, একই রাতে এস্তোনিয়ার বিরুদ্ধে ৫ গোল করে নজির মেসির

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in