পেরু ম্যাচে ফের রেকর্ড গড়লেন লিওনেল মেসি। আন্তর্জাতিক ম্যাচে সর্বাধিক গোলে সহায়তার সংখ্যায় আমেরিকার প্রাক্তন ফুটবলার ল্যানডন ডোনোভানকে স্পর্শ করলেন মেসি। পাশাপাশি একই ম্যাচে নজির গড়লেন লাউতারো মার্টিনেজ।
বুধবার বিশ্বকাপ যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে পেরুর মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। প্যারাগুয়ে ম্যাচে হারের পর পেরু ম্যাচে জয় চ্যালেঞ্জের ছিল আলবিসেলেস্তেদের। সেই ম্যাচে একমাত্র লাউতারো মার্টিনেজের গোলে জয় পায় আর্জেন্টিনা। আর লাউতারোকে গোল করতে সাহায্য (অ্যাসিস্ট) করেন লিও মেসি।
এতদিন আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ অ্যাসিস্ট ছিল ল্যানডন ডোনোভানের কাছে। তিনি মোট ৫৮টি অ্যাসিস্ট করেছিলেন। মেসি এই ম্যাচে ৫৮ নম্বর অ্যাসিস্ট করলেন দেশের জার্সি গায়ে।
অন্যদিকে নজির গড়লেন লাউতারো মার্টিনেজও। পেরুর বিরুদ্ধে গোল করে মারাদোনার গোল সংখ্যার আরও কাছে চলে এলেন তিনি। দেশের হয়ে মারাদোনা ৯১ ম্যাচে ৩২টি গোল করেছিলেন। ইতিমধ্যেই লাউতারো ৭০ ম্যাচে ৩২ গোল করে ফেলেছেন। বর্তমানে আর্জেন্টিনার সর্বাধিক গোল স্কোরার হলেন মেসি। তিনি দেশের হয়ে ১১২টি গোল করেছেন।
এই জয়ের ফলে ১২ ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান ধরে রাখল আর্জেন্টিনা। ১২ ম্যাচে মেসিদের পয়েন্ট ২৩। ব্রাজিলের সাথে ড্র করায় দ্বিতীয় স্থানে রয়েছে উরুগুয়ে। তাদের পয়েন্ট ২০। ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন