জয়ের ধারা অব্যাহত রাখলো আর্জেন্টিনা, আর লিওনেল মেসি রাখলেন গোলের ধারা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর আজ ভোরে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিল আলবিসেলেস্তেরা। আর্জেন্টিনার মনুমেন্টাল স্টেডিয়ামে পানামার বিরুদ্ধে ২-০ গোলে জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল। ম্যাচের শেষ মুহূর্তে ফ্রি-কিক থেকে দুর্দান্ত গোল করলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সিতে শেষ পাঁচ ম্যাচের পাঁচটিতেই গোল এসেছে এলএম টেনের পা থেকে।
বিশ্বচ্যাম্পিয়নদের বরণ করতে মনুমেন্টাল স্টেডিয়াম ছিল লোকে লোকারণ্য। মেসিদের বরণ করে নিতে ৮৩,০০০ দর্শক উপস্থিত হয়েছিল এদিন। কাতারের বিশ্বকাপে খেলা আর্জেন্টিনার পুরো স্কোয়াড এই ম্যাচটিতে অংশ নেয়। মেসি সহ অন্যরা তাদের পরিবারকে স্টেডিয়ামে নিয়ে আসেন।
আর্জেন্টিনার থেকে অনেক পেছনে থাকা পানামার বিরুদ্ধে ঘরের মাঠে প্রথমার্ধে অবশ্য বিশেষ কিছু দেখাতে পারেননি স্কালোনির শিষ্যরা। দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে যায়। দ্বিতীয়ার্ধের ৭৮ মিনিটে মেসির ফ্রি কিক বারে লাগে। সেই পাল্টা বলে গোল করেন আলনাদা। আর ম্যাচে ৮৯ মিনিটে ফ্রি কিক থেকে দৃষ্টিনন্দন গোল করেন লিওনেল মেসি।
এই গোলের সৌজন্যেই ক্লাব এবং আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিসটিক্স অনুযায়ী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসেবে এই রেকর্ড গড়লেন এলএম টেন।
মঙ্গলবার কুরাকাওয়ের বিপক্ষে আর্জেন্টিনার পরবর্তী প্রীতি ম্যাচে তিনি আর একটি গোল করলে জাতীয় দলের হয়ে ১০০ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন