মেসি কি এবার সৌদি আরবে পাড়ি জমাচ্ছেন? বর্তমানে আর্জেন্টাইন তারকার সৌদি আরবে যাওয়া নিয়ে জল্পনা আরও জোরালো হচ্ছে। তবে আনুষ্ঠানিক ভাবে এই নিয়ে কিছু জানা যায়নি।
এই মুহূর্তে সপরিবারে সৌদি আরবে ছুটি কাটাচ্ছেন আর্জেন্টাইন তারকা লিওলেন মেসি। তাঁর এই সৌদিতে আসা নিয়ে শুরু হয়েছে জল্পনা। অনেকে মনে করছেন রোনাল্ডোর বিপক্ষে খেলার জন্যই নতুন ক্লাবে যোগ দিতে গেছেন। কিন্তু মেসির তরফ থেকে তেমন কিছু জানা যায়নি।
নতুন ক্লাবের জল্পনা জোরালো হওয়ার অন্যতম কারণ হলো মেসির নতুন করে পিএসজিতে সই করার আগ্রহ না দেখানো। কিছু দিন আগেই বার্সেলোনাতে ফিরেছিলেন মেসি। মনে করা হচ্ছিল মেসি তাঁর পুরনো ক্লাব এফসি বার্সেলোনাতে ফিরবেন। তারপরই চলে এসেছেন সৌদিতে।
নিজের ইনস্টাগ্রামে সৌদি আরবের একটি জায়গার ছবি পোস্ট করে মেসি লেখেন, 'কে ভেবেছিল সৌদিতে এরকম সবুজ আছে? আমি সুযোগ পেলেই দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য খুঁজে বের করতে ভালোবাসবো।'
সকলেই জানেন সৌদি আরবের পর্যটনকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য মেসিকে দূত করা হয়েছে। ফলে মেসির ওই দেশে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু অনেকেই মনে করছেন সৌদির ক্লাব আল হিলালে যোগ দিতে গেছেন মেসি।
প্রসঙ্গত উল্লেখ্য, সৌদি আরবেরই অন্য একটি ক্লাব আল নাসেরে খেলছেন তাঁর চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বার্ষিক ২ হাজার ২০০ কোটি টাকা পাচ্ছেন তিনি। এই আল নাসেরের চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব হলো আল হিলাল। তারা বছরে ৪ হাজার কোটির বিনিময়ে মেসিকে নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। নতুন করে কি মেসির সাথে কথা চালাচ্ছে তারা? সে বিষয়ে এখনও পর্যন্ত কিছু জানা যায়নি। মেসিও সমস্ত বিষয়টা এখনও ধোঁয়াশাতেই রেখেছেন।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন