প্যারিস সাঁ জার্মেইন পর্ব শেষ হলো লিওনেল মেসির। পার্ক দেস প্রিন্সেসে ক্লেরমন্তের বিপক্ষে বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন কিংবদন্তি তাঁর শেষ ম্যাচ খেলবেন। পিএসজিকে বিদায় জানানোর পর, মেসির গন্তব্য কোথায় হবে তা এখনও স্পষ্ট নয়। বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী, লিওনেল মেসির সাথে আলোচনা করছে সৌদি আরবের ক্লাব আল-হিলাল।
মেসি যে পিএসজি ছাড়বেন তা একপ্রকার নিশ্চিতই ছিল। যদিও আগামী মরশুমের জন্য পিএসজি যে হোম জার্সি প্রকাশ করেছে, তার ৪০ সেকেন্ডের ভিডিওতে দেখা গিয়েছিল লিওনেল মেসিকে। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের জানিয়ে দিয়েছেন, "ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর সৌভাগ্য হয়েছে আমার। পার্ক দেস প্রিন্সেসে ক্লেরমন্তের বিপক্ষে লিও তার শেষ ম্যাচ খেলবেন।"
পিএসজি ছেড়ে লিওনেল মেসি ঠিক কোথায় যাবেন তা এখনও স্পষ্ট নয়। আর্জেন্টাইন মিডিয়ার খবর অনুযায়ী, মেসির জন্য নাকি ১ বিলিয়ন পাউন্ড প্যাকেজের একটি প্রস্তাব রেখেছে আল হিলাল। আর্জেন্টাইন মিডিয়া জানিয়েছে, এখনও মেসি চাইছে বার্সেলোনা কিংবা ইউরোপের কোনো ক্লাবে যেতে। তবে কি ফের বার্সেলোনার জার্সিতে মাঠে নামবেন লিও?
দল বদলের গুঞ্জনে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমার নামও। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে ছাড়তে চলেছেন বেনজেমা। স্প্যানিশ দৈনিক ডায়ারিও এএসের খবর অনুযায়ী, সৌদি আরবের ক্লাব আল এতিহাদের হয়ে খেলার জন্য সম্মত হয়েছেন বেনজেমা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন