বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে বলিভিয়াকে ৬-০ ব্যবধানে পরাস্ত করল আর্জেন্টিনা। এই ম্যাচেই আন্তর্জাতিক কেরিয়ারে নিজের দশম হ্যাটট্রিক করলেন 'ম্যাজিশিয়ান' মেসি। পাশাপাশি ২টি অ্যাসিস্টও করলেন তিনি।
৩৭ বছর বয়স। বাঁ পায়ের জাদু এখনও চলছে। তিনি লিওনেল মেসি। শুরু করলেন তিনি আবার শেষও করলেন তিনি। বুধবার বলিভিয়ার বিরুদ্ধে ম্যাচ ছিল আর্জেন্টিনার। ম্যাচের ১৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন লিও। ৪৩ মিনিটে গোল করেন লাউতারো মার্টিনেজ। প্রথমার্ধের ইনজুরি সময়ে দলের হয়ে তৃতীয় গোল করেন আলভারেজ। প্রথমার্ধ শেষ হয় ৩-০ ব্যবধানে।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে আর্জেন্টিনা। ৬৯ মিনিটে দলের চতুর্থ গোল করেন থিয়াগো আলমাডা। ৮৪ মিনিট এবং ৮৬ মিনিটে নিজের দ্বিতীয় এবং তৃতীয় গোল করেন লিও মেসি। এই নিয়ে আন্তর্জাতিক কেরিয়ারে মোট ১০ বার হ্যাটট্রিক করলেন তিনি। পুরুষদের আন্তর্জাতিক ফুটবলে রোনাল্ডোকে স্পর্শ করলেন মেসি। এই মুহূর্তে সি আর সেভেনেরও হ্যাটট্রিকের সংখ্যা ১০।
ম্যাচ শেষে মেসি বলেন, "ভক্তদের সামনে খেলতে পারাটা সত্যিই আবেগপ্রবণ। তাঁরা সকলে আমার নাম ধরে চিৎকার করেন। তাঁদের সাথে আমার গভীর সম্পর্ক আছে। তাই বার বার আমি ঘরের মাঠে খেলতেই পছন্দ করি"।
২০২৬ বিশ্বকাপের পরই কি তিনি অবসর নেবেন? এর উত্তরে মেসি জানান, "আমি আমার ভবিষ্যৎ নিয়ে কোনও তারিখ বা সময়সীমা নির্ধারণ করিনি। আমি এখন সমস্ত খেলা উপভোগ করছি এবং সকলের থেকে ভালোবাসা গ্রহণ করছি। কারণ আমি জানি এই খেলাগুলো আমার শেষ খেলা হতে পারে"।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন