লিগ ওয়ান ক্লাব প্যারিস সাঁ জার্মেইনের সাথে দু'বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। পাশাপাশি রয়েছে এক বছরের অতিরিক্ত চুক্তির সুযোগও। প্রাক্তন ক্লাব সতীর্থ নেইমারের সাথে আবার জুটি বাঁধতে দেখা যাবে লিওকে। তবে পিএসজিতে 'এলএম ১০' পরবেন কত নম্বর জার্সি! সে প্রশ্ন উঠেছিলো আগে থেকেই। তার কারণ ব্রাজিলিয়ান পোস্টার বয় নেইমার পিএসজিতে পরেন ১০ নম্বর জার্সি।
প্রিয় বন্ধুর জন্য ১০ নম্বর জার্সি ছেড়ে দিতে চেয়েছিলেন নেইমার। তবে মেসি তা চাননি। লিগ ওয়ান জায়ান্টদের মেসি চান ৩০ নম্বর জার্সি। এই ৩০ নম্বর জার্সি পরেই বার্সেলোনার হয়ে কেরিয়ার শুরু করেছিলেন ছ বারের ব্যালন ডি’অর জয়ী। পিএসজিতে এবার সেই ৩০ নম্বর জার্সি পরেই মাঠ কাঁপাবেন তিনি।
ক্যাম্প ন্যূর বিলবোর্ড থেকে গতকাল সরিয়ে দেওয়া হয় তাঁর ছবি। গতকালই বিকেলেই বার্সেলোনা ছেড়ে প্যারিসে পা রাখেন মেসি। প্যারিসের লে বুর্গেট বিমানবন্দরে লাল গালিচায় অভ্যর্থনা জানানো হয় তাঁকে। মেসিকে স্বাগত জানাতে প্যারিসে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্তরা। এবার থেকে পার্ক দেস প্রিন্সেসে কিলিয়ান এমবাপে, নেইমারদের সাথে আক্রমণভাগ সামলাবেন আর্জেন্টাইন লিজেন্ড।
পিএসজির ওয়েবসাইটে মেসি লেখেন, "পিএসজির সাথে আমার ক্যারিয়ারের এক নতুন অধ্যায় শুরু করতে পেরে উচ্ছ্বসিত। আমি জানি স্কোয়াড এবং কোচিং স্টাফরা এখানে কতটা মেধাবী।"
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন