মেসি মানেই যে 'ম্যাজিক' তা ফের একবার প্রমাণিত হলো। শেষ ম্যাচে শুধু ইন্টার মায়ামির হয়ে দুরন্ত গোলই করলেন না তিনি, দলকে লিগস কাপের ফাইনালেও তুললেন। পাশাপাশি নতুন ক্লাবের হয়ে টানা ৬ ম্যাচে ৯ গোল করে ফেললেন আর্জেন্টাইন সুপারস্টার।
লিগস কাপের সেমিফাইনালে মঙ্গলবার মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি এবং মেজর লিগ সকারের অন্যতম শক্তিশালী দল ফিলাডেলফিয়া। এই ফিলডেলফিয়াকেই ৪-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে মায়ামি। খেলা শুরুর ৩ মিনিটের মধ্যেই মায়ামিকে এগিয়ে দেন জোসেফ মার্টিনেজ। ২০ মিনিটের মাথায় মাঝ মাঠ থেকে বল নিয়ে বক্সের অনেকটাই দূর থেকে দুরন্ত শটে গোল করেন লিও মেসি। গোলরক্ষক ফুল স্ট্রেচ করেও গোল আটকাতে পারলেন না।
প্রথমার্ধের ইনজুরি টাইমে ৩-০ করেন মেসির সতীর্থ জর্ডি আলবা। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই একের পর এক আক্রমণ করে ফিলাডেলফিয়া। যার সুবাদে ৭৩ মিনিটের মাথায় আলেজান্দ্রো বেদোয়া গোল করে ব্যবধান কমান। কিন্তু বিশেষ লাভ হয়নি। ৮৪ মিনিটে ফিলাডেলফিয়ার জালে বল জড়ান ডেভিড রুইজ। গোটা ম্যাচে ১৬টা গোলমুখী শট নেয় ফিলাডেলফিয়া। মেসিরা নেন মাত্র ৫টি। যার মধ্যে ৪টি অন টার্গেট থাকে।
ম্যাচের শুরু থেকে পাল্লা ভারী ছিল ফিলাডেলফিয়ার। কারণ মেজর লিগ সকারের পয়েন্ট টেবিলে তৃতীয় স্থানে রয়েছে ফিলাডেলফিয়া। একদম শেষে রয়েছে ইন্টার মিয়ামি। কিন্তু পার্থক্য একটা জায়গাতেই। মেসির যোগদানের পর যেন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে মায়ামি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ন্যাশভিল। ভারতীয় সময় রবিবার সকাল সাড়ে ৬টা থেকে রয়েছে ফাইনাল ম্যাচ। এখন দেখার মিয়ামি মেসির হাত ধরে লিগস কাপ খেতাব জিততে পারে কিনা।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন