নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ

তিনি বলেন, আমি আমার দেশের প্রতি যে আবেগ ও ভালোবাসা অনুভব করেছি তাতে আমি আচ্ছন্ন হয়েছি এবং এমন মন্তব্য করেছি যা হাতের বাইরে চলে গিয়েছিল। তার জন্য আমি মেসি এবং আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমাপ্রার্থী।
নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ
গ্রাফিক্স - সুমিত্রা নন্দন
Published on

কিছু দিন আগেই লিওনেল মেসিকে কার্যত হুমকি দিয়েছিলেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে সোশ্যাল মিডিয়া জুড়ে। নিজের ভুল বুঝতে পেরে মেসি ও আর্জেন্টাইন সমর্থকদের কাছে ক্ষমাও চাইলেন তিনি।

নিজের ট্যুইটার হ্যান্ডেলে কানেলো লেখেন, ‘এই গত কয়েকদিনে আমি আমার দেশের প্রতি যে আবেগ ও ভালোবাসা অনুভব করেছি তাতে আমি আচ্ছন্ন হয়ে গেছি এবং এমন মন্তব্য করেছি যা হাতের বাইরে চলে গিয়েছিল। আর তার জন্য আমি মেসি এবং আর্জেন্টিনার জনগণের কাছে ক্ষমা চাইতে চাই। প্রতিদিন আমরা নতুন কিছু শিখি এবং এখন আমার শেখার পালা’।

ঘটনার সূত্রপাত হয় মূলত মেক্সিকো ও আর্জেন্টিনা ম্যাচের পরেই। একটা ভিডিওতে দেখা যায় ড্রেসিং রুমে ফিরে মেক্সিকোর জার্সির উপর পা দিয়ে জয়ের উল্লাসে মেতেছেন। তারপরই আলভারেজ বেশ কয়েকটি ট্যুইট করেন। প্রথমে তিনি নেটিজেনদের উদ্দেশ্যে লেখেন, "আমাদের জার্সি ও জাতীয় পতাকা দিয়ে মেসির মেঝে পরিষ্কার করা সবাই দেখেছেন?"

পরের একটি ট্যুইটেই লেখেন, "আমার সামনে যেন ওঁকে (মেসি) পড়তে না হয়, সেজন্য ওঁর সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা উচিত।"

আরও একটি ট্যুইটে তিনি লেখেন, "যেমন (আমি) আর্জেন্টিনাকে সম্মান করি, (মেসিকেও) মেক্সিকোকে সম্মান করতে হবে! আমি দেশের (আর্জেন্টিনা) কথা বলছি না আমি মেসির কথা বলছি। ভক্তদের বিষয়টি আলাদা। আমরাই তো অন্যের কাছে উদাহরণ।"

নিজের ভুল বুঝতে পেরে মেসির কাছে ক্ষমা চাইলেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ
FIFA World Cup 22: ম্যাচ সেরা হয়েও সতীর্থকে পুরস্কার তুলে দিয়েছেন মেসি! আসল সত্যিটা কী?

স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন

Related Stories

No stories found.
logo
People's Reporter
www.peoplesreporter.in