রোহন বোপান্নার পর মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন আর এক ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা। বেলজিয়ান টেনিস খেলোয়াড় কার্স্টেন ফ্লিপকেন্সের সঙ্গে জুটি বেঁধে টুর্নামেন্টের সপ্তম বাছাই ডেসিরাই ও ডেমি শার্সকে স্ট্রেট সেটে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছান সানিয়া। ১ ঘন্টা ১৪ মিনিটের লড়াইয়ে ডাচ-আমেরিকান জুটির বিপক্ষে ইন্দো-বেলজিয়ান জুটি মির্জা-ফ্লিপকেন্সের ফলাফল ৬-২, ৬-৪।
মহিলাদের ডাবলসের এই ম্যাচে প্রথম সেটে ডাচ-আমেরিকান প্রতিপক্ষকে কার্যত পাত্তাই দেননি মির্জা-ফ্লিপকেন্স। ৬-২ ব্যবধানে সেট জিতে নেন তাঁরা। দ্বিতীয় সেটে হাড্ডা হাড্ডি লড়াইয়ের পর শেষ হাসি সানিয়া মির্জারাই হাসেন।
অন্যদিকে পুরুষদের ডাবলসে কানাডার ডেনিশ শাপোভালোভের সঙ্গে জুটি বেঁধে মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের রোহন বোপান্না। টুর্নামেন্টের শীর্ষ বাছাই নিকোলা মেকতিচ-মেট পাভিচ জুটিকে স্ট্রেট সেটে হারিয়েছেন ইন্দো-কানাডিয়ান জুটি। ম্যাচের ফলাফল রোহন-শাপোভালোভের পক্ষে ৬-৩, ৭-৬ (৩)।
শেষ আটে বোপান্না-শাপোভালোভ জুটির প্রতিপক্ষ টুর্নামেন্টের ষষ্ঠ বাছাই ওয়েসলি কুলহফ-নিল স্কুপ্সকি জুটি। ডাচ-ব্রিটিশ জুটিকে হারালেই সেমিফাইনালে পৌঁছে যাবেন রোহন বোপান্না আর ডেনিস শাপোভালোভ। দ্বিতীয় রাউন্ডে পেড্রো মার্টিনেজ আর লরেঞ্জো সোনেগো জুটিকে স্ট্রেট সেটে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছেন ডাচ-ব্রিটিশ জুটি।
স্বাধীন সংবাদমাধ্যমকে বাঁচিয়ে রাখতে পিপলস রিপোর্টারের পাশে দাঁড়ান। পিপলস রিপোর্টার সাবস্ক্রাইব করতে এই লিঙ্কে ক্লিক করুন